X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শরিক দলগুলোকে কমন নাম প্রস্তাবের পরামর্শ বিএনপির

সালমান তারেক শাকিল
৩০ জানুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:২৫

বিএনপি
২০ দলীয় জোটের শরিক দলগুলোকে সার্চ কমিটির কাছে কমন নাম প্রস্তাব করতে পরামর্শ দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে নয়াপল্টনে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এই পরামর্শ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার বিকাল সোয়া তিনটায় বৈঠক শুরু হয়ে চারটার দিকে বৈঠক শেষ হয়।

বৈঠকে উপস্থিত শরিক দলের একজন মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তা করা নামের তালিকা যেন দীর্ঘ হয়। বৈঠকে বিএনপির মহাসচিব শরিক দলগুলোর নেতাদের বলেন,  ‘নামের তালিকা দীর্ঘ হলে যাদের নাম তালিকাভুক্ত হবে, তাদের বোঝানো যাবে যে, আমরা তাদের সঙ্গে আছি।’

উল্লেখ্য, গত শনিবার সার্চ কমিটি ৩১টি রাজনৈতিক দলের কাছে  ৫জনের করে নাম আহ্বান করেছে।

বৈঠক সূত্র জানায়, সার্চ কমিটির কাছে বিএনপি যেসব নাম পাঠাবে, সেগুলো আজ (৩০ জানুয়ারি, সোমবার) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঠিক করা হবে। এই নামগুলোই জোটের শরিক দলগুলোর কাছেও পাঠিয়ে দেওয়া হবে।

সূত্র দাবি করে, শরিক দলগুলোর নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেছেন, ‘এই নামগুলোর সঙ্গে মিল রেখেই নিজের আপনাদের পছন্দের ব্যক্তিদের নাম যুক্ত করে দেবেন।’

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি রবিবার রাতে  বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, রবিবারের বৈঠক মুলতবি হয়েছে। সোমবার রাতে পুনরায় এই বৈঠক শুরু হবে। এই বৈঠকেই সার্চ কমিটিতে প্রস্তাবনার নামগুলো চূড়ান্ত করা হবে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান বলেন, ‘আমাদের বৈঠক ইতিবাচক হয়েছে।’

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকে বিএনপির মহাসচিব ইতিবাচক রাজনীতির পক্ষে কথা বলেছেন। সার্চ কমিটির ডাকে সাড়া দিয়ে বিএনপি নাম দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, বিএনপিজোট ভুক্ত দলগুলো ইতিবাচক রাজনীতির পক্ষে। তাই ২০ দলীয় জোট সার্চ কমিটিকে নাম দেবে।’   

উল্লেখ্য,  রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে বৈঠকে অংশ নিয়েছিল ২০ দলীয় জোটের সাতটি দল। বিএনপি ছাড়াও অন্য দলগুলো হলো, খেলাফত মজলিস, এলডিপি, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ (কামরুজ্জামান), ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

 আরও পড়ুন: ইসি গঠনে সার্চ কমিটিকে নাম দেবে বিএনপি

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত