X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৭, ০০:২৫আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ০০:২৮

সাংবাদিক নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই।কথা বলার পরিবেশ নেই।গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষের জান-মালের কোনও নিরাপত্তা নেই।’

শনিবার রাতে খালেদা জিয়াকে উদ্ধৃত করে এসব কথা জানান সাংবাদিক নেতা শওকত মাহমুদ। এদিন রাতে গুলশান কার্যালয়ে দলের সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারাদেশের ১২টি অঙ্গ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে এসে শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন,  ‘বিএনপি প্রধান মনে করেন, পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। দল গুছিয়ে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করবেন বলেও জানিয়েছেন খালেদা জিয়া।’

শওকত মাহমুদ জানান, বৈঠকে খালেদা জিয়া বলেছেন, চট্টগ্রামে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুকে কিভাবে বাসা থেকে তুলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা করেছে, তা গণমাধ্যমের সংবাদে দেশবাসী জানতে পেরেছে। এই নির্মমতা সব কিছুকে হার মানিয়েছে। এভাবে প্রতিনিয়ত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে চলেছে যার, কোনও প্রতিকার নেই।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার রাত সাড়ে ৯টায় এই বৈঠকে শওকত মাহমুদের নেতৃত্বে বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক মহাসচিব এম এ আজিজ, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,সাংবাদিক নেতা এম ইলিয়াস খানসহ বিভিন্ন জেলার সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।  খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানও বৈঠকে ছিলেন।

/এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি