X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘মূর্তি’ না সরালে হরতাল দেবে ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ২১:৫৩আপডেট : ২১ মে ২০১৭, ২২:০৬

ইসলামী ঐক্যজোট সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণ করা না হলে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ঐক্যজোট। রবিবার (২১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।
সংবাদ সম্মেলনে মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে খেয়াল করছি, এই মূর্তি অপসারণের দাবিতে দেশের প্রতিটি নাগরিক সোচ্চার হলেও বিএনপি আজ পর্যন্ত দলীয়ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। বরং বিভিন্ন স্থানে প্রধান বিচারপতিকে ইন্ধন দিয়ে মূর্তির পক্ষে অবস্থান নিয়েছে তারা। বিএনপির এ ধরনের ইসলামবিরোধী ভূমিকার নিন্দা জানাই আমরা। এমন ভণ্ড ভূমিকার জন্য ইসলামী মূল্যবোধে বিশ্বাসের দাবীদার দল বিএনপিকে কঠিন মূল্য দিতে হবে।’
আবদুল লতিফ নেজামী বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনটি নির্মিত হয়েছে মুসলিম আর্টের নিদর্শন গম্বুজের সঙ্গে সাদৃশ্য রেখে। এই প্রাঙ্গণে থেমিস দেবীর মূর্তি থাকতে পারে না। এই মূর্তির অপসারণের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। সরকারপ্রধানও এর পক্ষে আওয়াজ তুলেছেন। দেশবাসী তার ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তার ঘোষণার বাস্তবায়ন দেখার অপেক্ষা করছে।’
মূর্তি অপসারণে দলের দাবির উল্লেখ করে নেজামী বলেন, ‘ইসলামী ঐক্যজোটের জোর দাবি, অনতিবিলম্বে থেমিস দেবীর এই মূর্তি অপসারণ করতে হবে। শুধু তাই নয়, এই মূর্তি স্থাপনের সঙ্গে যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এটাই দেশবাসী চাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা খোরশেদ আলম প্রমুখ।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা