X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মামলার রায় দেখে নির্বাচনি পরিকল্পনার ছক কষবে আ.লীগ

পাভেল হায়দার চৌধুরী
১০ আগস্ট ২০১৭, ২১:৪৯আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১২:৫৫

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার সম্ভাব্য রায় ও পরবর্তী পরিস্থিতি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাজা হলে বিএনপি’র গন্তব্য কী হতে পারে তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে। রায়ে খালেদা জিয়ার সাজা হতে পারে ধরে নিয়ে আগাম সতর্ক সরকারি দলের নেতারা, ভাবছেন রায় পরবর্তী পরিস্থিতিতে বিএনপি আন্দোলনে নামলে তা মোকাবিলার উপায় নিয়েও।  

ক্ষমতায় থেকে এই রায়ের সুফল ঘরে তোলার সর্বোচ্চ চেষ্টা করবে আওয়ামী লীগ, তবে রায় খালেদা জিয়ার বিরুদ্ধে গেলে দেশের মানুষ তা কিভাবে নেবে, তাতে কি লাভ-ক্ষতি হবে তার হিসাবও মেলাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা।

সম্প্রতি আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের অন্তত ছয় জন নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ‘সর্বোচ্চ ছয় মাসের মধ্যে খালেদা জিয়ার মামলার রায় হবে। এর মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ হবে।’

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের ভেতরে খালেদা জিয়ার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। মামলায় খালেদা জিয়ার পরিণতি কী হতে পারে, তার সাজা হলে বিএনপি এটাকে কিভাবে নেবে এসব ভাবা হচ্ছে। পরিণতি ইতিবাচক বা নেতিবাচক যাই হোক-এটার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ রাজনীতি। বিএনপি কি খালেদা জিয়ার সাজার দোহাই দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে? তার সাজা হলে ‘জনমত’ কী রকম হবে?  জনগণ বিএনপিকে সহানুভূতি দেবে কিনা-এসবের চুলচেরা বিশ্লেষণ চলছে আওয়ামী লীগে।’

খালেদা জিয়ার সম্ভাব্য সাজা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আদালত খালেদা জিয়াকে সাজা দিলে আপিল বিভাগে সেটা কি বহাল থাকবে? নাকি বিষয়টি ঝুলে যাবে? ঝুলে গেলে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা? আর আপিল বিভাগে সাজা বহাল না থাকলে খালেদা জিয়া জামিন নিয়ে নির্বাচন করলে নির্বাচনি হিসাব-নিকাশ কী হবে? এসব বিষয়ে দলের ভেতরে আলোচনা চলছে।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দলটির মুখপাত্র ড. হাছান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হবে। তবে মামলার রায়ের পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা সতর্ক থাকবো।’

অন্যদিকে, এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায় মনে করছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা এখন সময়ের ব্যাপার। এ মামলার সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে খালেদা জিয়ার সাজা হওয়ার বিকল্প নেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তিনজন ও সম্পাদকমণ্ডলীর চারজন নেতা বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা পরবর্তী রাজনীতি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে মামলার রায় পরবর্তী পরিস্থিতিতে জনমত যাতে কোনোভাবেই বিএনপির পক্ষে না যায়, সেদিকেও লক্ষ্য রাখছে আওয়ামী লীগ।

নীতি-নির্ধারণী পর্যায়ের দুই জন নেতা বলেন, ‘খালেদার মামলার রায়ের ওপর নির্ভর করছে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ। খালেদার জিয়ার শাস্তি হলে তাকে বাইরে রেখে বিএনপি নির্বাচনে যাবে, নাকি নির্বাচন বয়কট করবে? আমরা এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছি।’

/এসএনএইচ/ এপিএইচ/টিএন/

আরও পড়ুন: 

বঙ্গবন্ধুকে যে অস্বীকার করে সে কি স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ