X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মানুষের ভয়ে বন্যা দুর্গত এলাকায় যায় না সরকার: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১২:৫১আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১২:৫১

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল নোমান সাধারণ মানুষের ভয়ে সরকার বন্যা দুর্গত এলাকায় যায় না বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘মানুষকে ভয় পায় বলেই বন্যা দুর্গত এলাকায় যাওয়ার প্রয়োজন মনে করছে না সরকার। তারা ভোটারবিহীন রাজনীতি করে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই তাদের কোনও দায়বদ্ধতা নেই।’

বুধবার বেলা ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বন্যার্তদের জন্য দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও এই কাজের অগ্রগতি জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নোমান অভিযোগ করে বলেন, ‘সরকারের কোনও দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তাদের দিখিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা থাকলেও বানভাসিদের জন্য তার কোনও দায়বদ্ধতা নেই।’

মানুষের ভয়ে বন্যা দুর্গত এলাকায় যায় না সরকার: নোমান তিনি আরও বলেন, ‘বিএনপির জাতীয় ত্রাণ কমিটির সদস্যরা বন্যা দুর্গতদের পুনর্বাসনের কর্মসূচি শুরু করেছেন। ইতোমধ্যে দুর্গত কিছু প্রধান জেলায় আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। দরিদ্র কৃষকদের ধানের চারা দেওয়ার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে সীমিত সংখ্যা গরীবদের হাঁস-মুরগী দেওয়া হবে। ঈদের সময়ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে স্বেচ্ছাশ্রম দেব। তবে স্থায়ী সমাধানের জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।

 

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ