X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

মোদির মিয়ানমারের সমর্থনে হতবাক রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৪

প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর হত্যা নির্যাতনে সমর্থন দেওয়ায় বিস্মিত ও হতবাক হয়েছি আমরা। 

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে অং সান সুচিকে সমর্থন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আমরা হতবাক ও বিস্মিত হয়েছি কিভাবে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনা সমর্থন করেন। অং সান সুচি এক সময়ে বিশ্ববাসীর কাছে একটি মডেল ছিল। কিন্তু সুচি ম্যান্ডেলার মতো আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও হামলায় আমরা উৎকণ্ঠিত। সমগ্র বিশ্ব বিবেক প্রতিবাদে জাগ্রত কিন্তু বর্তমান সরকারের কোন জোরালো অবস্থান, কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। আশা করি বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে নতজানু পররাষ্ট্রনীতি ছেড়ে ঘুরে দাঁড়াবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সরকারের কার্যকর কোনও উদ্যোগ নেই। নেই কূটনৈতিক তৎপরতা। তারা দায়সারাভাবে রাষ্ট্রদূতকে ডেকে কিছু কথা বলে ছেড়ে দিচ্ছে। কারণ,বর্তমান ক্ষমতাসীন সরকার গণবিরোধী। জনগণের রায়ে নির্বাচিত নয়। জনগণের ভোটে যদি নির্বাচিত সরকার হতো তাহলে রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল হতো। আশ্রয়ের পরিবর্তে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতো না।

বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন সুপরিকল্পিত। এদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। পাশাপাশি এ সমস্যা সমাধানে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে।  

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন,বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না এবং মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাহিদ রানা ও দুই কোচিং স্টাফ পাকিস্তানে যাচ্ছেন না
নাহিদ রানা ও দুই কোচিং স্টাফ পাকিস্তানে যাচ্ছেন না
মূল্য বাড়িয়ে চা শিল্পে শুল্ক বন্ধের কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা  
মূল্য বাড়িয়ে চা শিল্পে শুল্ক বন্ধের কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা  
কক্সবাজার সৈকতে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা, দিচ্ছেন প্রশিক্ষণ
কক্সবাজার সৈকতে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা, দিচ্ছেন প্রশিক্ষণ
‘ন্যায্য দাম পেতে কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার’
‘ন্যায্য দাম পেতে কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার’
সর্বাধিক পঠিত
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ জুলাই ঐক্যের
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ জুলাই ঐক্যের