X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার গণসংবর্ধনা: বিমানবন্দরে থাকবেন বিশিষ্টজনরা, সড়কে জনতা

পাভেল হায়দার চৌধুরী
০৬ অক্টোবর ২০১৭, ২২:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২৩:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার গণসংবর্ধনা দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতোমধ্যে  প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছে দলটি। দফায় দফায় সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে দেশে-বিদেশে বিপুল প্রশংসিত হওয়াসহ ‘মাদার অব হিউমিনিটি’ খেতাবে ভূষিত হওয়ায় শেখ হাসিনাকে এই গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয় তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ। শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে থাকবেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, শিক্ষক, লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীসহ বিশিষ্ট নাগরিকরা।  

বিমানবন্দরে শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে মন্ত্রিসভার  সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিশিষ্টজনরাও উপস্থিত থাকবেন। এই প্রসঙ্গে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বিশিষ্টজনদের মধ্যে যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, বর্তমান ভিসি অধ্যাপক আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশীদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির ভিসি কামরুল হাসান, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাবির শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম, সমকাল সম্পাদক গোলাম  সারওয়ার, সাংবাদিক রাহাত খান, আবেদ খান, মনজুরুল আহসান বুলবুল, অজয় দাশগুপ্ত, চলচ্চিত্রশিল্পী আলমগীর, ফারুক, কবরী সারোয়ার প্রমুখ।

এদিকে, বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানাবেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ নজর দিয়েছে আওয়ামী লীগ। এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন দলের শীর্ষপর্যায়ের নেতারা। শুক্রবার সকালে বিমানবন্দর পরিদর্শনে যান তারা। রাজধানীর বিভিন্ন সড়ক ইতোমধ্যে  ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সাজিয়ে তোলা হয়েছে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী যেসব সড়ক হয়ে গণভবনে প্রবেশ করবেন, ওইসব সড়কে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েক দফা  পরিদর্শনও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার (৭ অক্টোবর) সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাবেন।

উল্লেখ্য, শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশের পথে লন্ডনের উদ্দেশে সোমবার ওয়াশিংটন ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনা কোনও রাজনৈতিক শোডাউন নয়। রোহিঙ্গা সমস্যা সফলভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং দেশের সার্বিক উন্নয়নের রূপকার হিসেবেই তাকে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘এ গণসংবর্ধনা আওয়ামী লীগ সভাপতির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যানজট রোধে দলীয় নেতাকর্মীদের সকাল সাড়ে ৮টার মধ্যে ফুটপাতে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর সংবর্ধনায় আমাদের সতর্ক থাকতে হবে। যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে।’ সংবর্ধনা রাজনৈতিক কোনও শোডাউন নয় বলে দাবি করলেও খাদ্যমন্ত্রী বলেন, ‘এ সংবর্ধনায় দলীয় সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটবে।’

এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ