X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আন্দোলন-নির্বাচনের প্রস্তুতির আহ্বান খালেদা জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:৪১

মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ছবি- ফোকাস বাংলা) দলীয় নেতাকর্মীদের আগামী দিনের কর্মসূচি-আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদে জেগে ওঠার আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, ‘আসুন, আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করি। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অব. অলি আহমদ, মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রায় ৫০ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তার বক্তব্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুৎ, গ্যাস ও সারের মূল্যবৃদ্ধি, বিচারবিভাগের স্বাধীনতা, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। রবিবার বিকাল ৫টায় বক্তব্য শুরু করেন খালেদা জিয়া।
‘তাদের বলে দেওয়া হয়, ফলাফল ভালো হবে না’
সম্প্রতি নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসা নিয়ে সমাবেশে কথা বলেন বিএনপির চেয়াপারসন। সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে এবং একদলীয় বাকশালের দিকে নিয়ে যাচ্ছে— এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘সরকারের অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে গুম-খুন ও মিথ্যা মামলার শিকার হতে হয়। তাদের ধরে নিয়ে যাওয়া হয়।’
খালেদা জিয়া আরও বলেন, ‘যারা গুম থেকে ফিরে আসে, তাদের বলে দেওয়া হয়েছে— তারা যেন কথা না বলে। তাদের বলে দেওয়া হয়েছে— কথা বললে ফলাফল ভালো হবে না। এখন তো ফেরত যাচ্ছে, পরে আর ফেরতও যেতে পারবে না— এমন হুমকিও দেওয়া হয়। এজন্য যারা ফিরে আসে, তারা আগের মতো আর কথা বলে না।’
সমাবেশের মঞ্চে অন্য নেতাদের সঙ্গে খালেদা জিয়া (ছবি- ফোকাস বাংলা) ‘এই সংসদের অধীনে নির্বাচন হতে পারে না’
আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশের সব রাজনৈতিক দলের দাবি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচনের আগে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
এই সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘এই সংসদ ভেঙে দিতে হবে। এই সংসদ অবৈধ। ১৫৪ জন এমপি বিনাভোটে এসেছেন। এই সংসদও ভেঙে দিতে হবে। এদের অধীনে নির্বাচন হতে পারে না।’ তিনি বলেন, ‘তারা কথায় কথায় সংবিধান দেখায়। সংবিধান তো আপনারাই লঙ্ঘন করেছেন। কারণ, ১৫৪ জন বিনাভোটের এমপি।’ এসময় নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানান খালেদা জিয়া।
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, সরকার ও সরকার সমর্থিতরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সমাবেশ করছে। অন্য কোনও রাজনৈতিক দলকে সরকার সমাবেশ করতে দেবে না, ঘরের ভেতরেও করতে দেবে না।
‘প্রধান বিচারপতি বলছিলেন, এই সংসদ তো অকার্যকর’
দেশের কোনও প্রতিষ্ঠান আর চলছে না বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, আমি দেশের বাইরে ছিলাম। এই বিচার বিভাগ প্রধান বিচারপতিকে তার এজলাসে বসতে দেয়নি। তাকে বলতে গেলে তার বাড়িতে বন্দি করে রাখা হয়। তার সঙ্গে কাউকে দেখাও করতে দেওয়া হতো না।’
খালেদা জিয়া আরও বলেন, ‘তার (প্রধান বিচারপতি) দোষ কী? কারণ, তিনি সত্যি কথা বলে দিলেন। বিচার বিভাগের স্বাধীনতার জন্য তিনি কাজ করেছেন। তাই তার এই পরিণতি।’
খালেদা জিয়া বলেন, ‘১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তারা কী করে সংসদে বসেন? প্রধান বিচারপতিই বরং বলেছিলেন, এই সংসদ তো অকার্যকর। সেজন্যই প্রধান বিচারপতিকে অপসারণ করেছে তারা। এরপর জোর করে তাকে আবার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি যেতে অস্বীকার করলেও তাকে যেতে বাধ্য করা হয়েছে।’
সরকার প্রধান বিচারপতিকে নিয়ে স্বস্তিবোধ করেনি বলেই তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।
আরও পড়ুন-
সোজা হয়ে দাঁড়ান খালেদা জিয়াকে অলি

/এএইচআর/এসটিএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ