X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা, তবে গেট ভাঙচুরকারীদেরও শাস্তি হওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৩:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৯:০৯

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কোনও ছাত্রলীগ কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেসব শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ের গেট ভেঙেছে তাদেরও শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের রাস্তায় বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘একটা দিক দেখলেন? আরেকটা দিক দেখলেন না। এই যে আরেকটা সাইড-ভিসির অফিসের গেট ভেঙে ঢোকার কি কোনও নিয়ম আছে? এটা কি কোনও গণতান্ত্রিক পন্থা? এটা কি আন্দোলনের অংশ? ভিসি নিজেই বলেছেন, ছাত্রলীগের ছেলে-মেয়েরা যদি এসে উদ্ধার না করতো, তাহলে তার জীবনের ওপর হামলার আশঙ্কা থাকতো।’

এসময় তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘জোরপূর্বক ভিসি’র অফিসে ঢোকা হয়েছে, এটা কি গণতান্ত্রিক আন্দোলন? আর ছাত্রলীগের এখানে ইনভল্বমেন্ট কেন সেটা ভিসি আমাকে বলেছে, আমাকে এভাবে অবরুদ্ধ করার পর এখানে ছাত্রলীগ এসেছে। সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীরাও এসেছে। ছাত্রলীগ যদি অপরাধী হয় তাহলে এর আগেও শাস্তি আমরা দিয়েছি। এবারও বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্রলীগ কর্মী জড়িত থাকে তাহলে অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু যারা গেট ভেঙে ভিসির অফিসে ঢুকেছে তাদেরও শাস্তি হওয়া উচিত। জোর করে ভিসি অফিসে ঢুকবে এখানে সাধারণ ছাত্রদের কী কোনও দায়িত্ব নেই? তারা ছাত্রলীগ করে কিন্তু এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের বৈঠকের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে সংসদে আলাপ আলোচনা করবে এটাও কি মিডিয়াকে জানতে হবে? সংসদের কার্যপ্রণালী নিয়ে কথা বলতে হয়,বলেছেন। কার্যবিধি নিয়ে প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে কথা বলতেই পারেন। এটাকে আপনারা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বসেছেন। এটা কি আপনারা হাওয়া থেকে বলছেন? এ ধরনের কিছু আমার জানা নেই। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন নির্বাচন হবে এটা স্বাভাবিক ঘটনা।’

 

/ইএইচএস/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে