X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিএনপি ক্ষমতায় থাকলে ৭-৮ বছর আগে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতাম: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১৩:৪৬আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৬:৪৭

প্রতিবাদ সমাবেশে ব্যারিস্টার মওদুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘উন্নয়নশীলতা কোনও একক সরকারের কৃতিত্ব নয়। যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে আরও ৭/৮ বছর আগে আমরা এই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতাম। এই সরকারের দুর্নীতি, দুঃশাসন ও কুশাসনের কারণে এই স্বীকৃতি বিলম্বিত হয়েছে।’

শুক্রবার (২৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশ নাকি উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে, সে জন্য উৎসব করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, যেখানে গণতন্ত্র নেই সেখানে উন্নয়নশীলতা অর্থহীন। যে দেশে ন্যায় বিচার নেই, আইনের শাসন নেই, নির্বাচিত সংসদ নেই, গণতান্ত্রিক অধিকার নেই, যে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রীকে কারাবন্দি অবস্থায় রাখা হয়, সেদেশের উন্নয়নশীলতার ব্যাপারে মানুষ মোটেও আগ্রহী নয়। এই উন্নয়নশীলতার সুফল দেশের মানুষ পায়নি এবং পাবে না, যতদিন পর্যন্ত দেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অবস্থা প্রতিষ্ঠিত না হবে।’

মওদুদ বলেন, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সরকারের অনেকে উচ্চপর্যায়ের নেতারা চেষ্টা করেছেন নির্বাচনের হাওয়া উল্টাতে। কিন্তু তারপরেও তারা পারেননি। এই নির্বাচনের মাধ্যমে একটি জিনিস প্রমাণিত হয়েছে- সেটা হচ্ছে দেশের জনমতের প্রতিফলন ঘটেছে। এখানে কোনও কারচুপি হয়নি। সুষ্ঠু নির্বাচন হয়েছে। আগামী নির্বাচন যদি এরকমের একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় তাহলে বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে তফাৎ হবে ৭৫ এবং ২৫ শতাংশ। এটাই সত্যিকারের বর্তমান জনমত।’

মওদুদ আরও বলেন, ‘সরকার যদি ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরও একটি নির্বাচন করার চেষ্টা করেন, তাহলে তারা দিবাস্বপ্ন দেখছেন। এটা সম্ভব হবে না। কারণ, সবকিছুর একটা সীমা আছে। সরকার সেই সীমা পেরিয়ে গেছে। মানুষের ধৈর্যের সীমাও পেরিয়ে গেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। একটা সময় আসবে সরকার যদি কোনও সমযোতায় না আসে তাহলে রাজপথ ছাড়া আমাদের অন্য কোনও বিকল্প থাকবে না।’

সংগঠনের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক একে জামান প্রমুখ।

 

/এসএস/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
এমবাপ্পেকে রেখে কেন চলে গেলো পিএসজির টিম বাস
এমবাপ্পেকে রেখে কেন চলে গেলো পিএসজির টিম বাস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!