X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুক্ত খা‌লেদা জিয়াকে নি‌য়ে নির্বাচ‌নে যা‌বে বিএন‌পি: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১


খন্দকার মোশাররফ হোসেন, ফাইল ছবি
মুক্ত খা‌লেদা জিয়াকে নিয়ে বিএনপি আগামী নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন, সংসদ ভেঙে দেওয়া হবে। সেই নির্বাচন সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে। খালেদা জিয়াকে নিয়ে আমরা সেই নির্বাচনে যাবো।’

রবিবার (৯ সে‌প্টেম্বর) বেলা ১১টার দিকে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএন‌পির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, তাকে দ্রুত মুক্তি দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ।
সারাদেশে নতুন করে গণগ্রেফতার শুরু হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের কোনও আন্দোলন-কর্মসূচি নেই। রাজপথে কোনও কর্মীও নেই। কিন্তু এখন কেন গণগ্রেফতার চলছে? উদ্দেশ্য হচ্ছে, খালেদা জিয়াকে জেলে রেখে, আমাদের আদালতের কাঠগড়ায় রেখে এবং বিএনপি ও ২০ দলকে ছাড়াই সরকার নির্বাচন করতে চায়।’
রবিবার বিকাল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ বিষয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা প্রথম দাবি জানাবো অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা করানো হোক।’

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তাকে মুক্তি দিয়ে আমাদের সুযোগ দেওয়া হোক। তাকে আমরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করাবো। চিকিৎসা করে তাকে সুস্থ করে তারপর বিচার করুন। এতে আমাদের কোনও আপত্তি নেই।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি ব‌লেন, ‘নিরপেক্ষ সরকারের দাবি আমরা আদায় করবো। খা‌লেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে যাবো। যতই ষড়যন্ত্র তারা (সরকার) করুক, এবার তারা পার পাবে না।’

এ সময় ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ, সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হে‌লেন জেরীন খানসহ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী