X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বি. চৌধুরীকে বাদ দিয়েই জাতীয় ঐক্যফ্রন্ট

সালমান তারেক শাকিল
১৩ অক্টোবর ২০১৮, ১৭:০৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৮:৩৩

জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৭ দফা ও ১১ টি লক্ষ্য

অবশেষে জল্পনা যা ছিল, সেদিকেই গড়ালো বহুল অালোচিত জাতীয় বৃহত্তর ঐক্য। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব থেকে ঘোষণা হচ্ছে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডি থাকছে এই জোটে। শনিবার দুপুর থেকে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে দফায় দফায় বৈঠকে এর রূপরেখা চূড়ান্ত হয়েছে। এই জোটে থাকছে না বি. চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা। দলটির সভাপতি বি. চৌধুরী পৃথকভাবে সংবাদ সম্মেলন করবেন তার বারিধারার বাসায়। আজ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় একইসময়ে পৃথক স্থানের ডাকা সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে দুই পক্ষ। এদিকে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বি. চৌধুরীকে আসার আহ্বান জানিয়েছেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তবে বি. চৌধুরী বা বিকল্পধারার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ইতোমধ্যে বাংলা ট্রিবিউন জেনেছে, নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য স্থির হয়েছে। প্রেসক্লাবের সংবাদ সম্মেলন থেকে এর অানুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানান জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।  আর জোটের নামের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব অাবম মোস্তফা অামীন।

এ জোট গঠন উপলক্ষে শনিবার দুপুর থেকেই ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে দফায় দফায় বৈঠক চলে। বিকাল তিনটার দিকে বৈঠকে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর। এরপর সাড়ে তিনটার দিকে তিনি বেরিয়ে ব্যারিস্টার মওদুদ অাহমদের চেম্বারে যান। পরে চারটার দিকে আবারও সেখানে ফিরে অাসেন ফখরুল। সরেজমিনে দেখা গেছে, ড. কামাল হোসেনের চেম্বারে অা স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে মির্জা ফখরুল একান্তে বৈঠক করছেন।

ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্য প্রক্রিয়ার বৈঠকে নেতারা

বৈঠকে অংশ নেওয়া একজন নেতা জানান, বিকল্প ধারাকে বাদ দিয়েই শেষমেষ জাতীয় ঐক্য হচ্ছে। সাত দফা দাবি ও ১১ টি লক্ষ্যে একমত পোষণ করে ঘোষণা করা হবে নতুন জোট। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে তাদের সবার কাছে পরিষ্কার হয় বৃহত্তর ঐক্যে সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান বি. চৌধুরী থাকছেন না। সেসময় ড. কামাল হোসেনের বাড়ি এসে গেট থেকে ফিরে যান বি.চৌধুরী। যাওয়ার সময় মাহী বি চৌধুরী জানান, যে অামন্ত্রণ করে এনে দেশের বয়োজেষ্ঠ রাজনীতিকের সঙ্গে দেখা না করা শিষ্টাচার বহির্ভূত। বোঝা যাচ্ছে, কাদের কারণে জাতীয় ঐক্য হলো না। এরইমধ্যে অন্তত সাতবার হাত তুলে ঐক্যের কথা জানিয়েছেন ড. কামাল হোসেন ও বি চৌধুরী। গত কয়েকমাস অাগে লিখিত সই করেছিলেন ঐক্য করবেন বলে। যদিও তা অার হচ্ছে না।

নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বরের সমাবেশের পরই অনেকটা নিশ্চিত হয় বিকল্প ধারা চলমান ঐক্যে থাকছে না। সর্বশেষ অা স ম রবের বাসার বৈঠকে দলের মহাসচিব মেজর (অব.) মান্নানের সঙ্গে আবদুর রবের তর্কের পর বিষয়টি অারও ত্বরান্বিত হয়। বিকল্প ধারার নেতারা বলছেন, জামায়াতকে বাদ না দিলে বিএনপির সঙ্গে তাদের কোনও ঐক্য হবে না। অার জেএসডি, নাগরিক ঐক্য অার গণফোরামের নেতারা বলছেন, ঐক্যতে জামায়াত নেই। অার বিএনপি জামায়াতের সঙ্গে কী করবে, সেটা তাদের ব্যাপার।

আরও পড়ুন: ড. কামাল দেখা দিলেন না বি. চৌধুরীকে, সন্ধ্যায় দুই পক্ষের সংবাদ সম্মেলন

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি