X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কিছু ব্যক্তি চায় না খালেদা জিয়া মুক্তি পাক: অলি আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ২১:১৮আপডেট : ১৭ মে ২০১৯, ২২:০৩

এলডিপির ইফতার অনুষ্ঠানে অতিথিরা



বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়েও বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন। তিনি বলেন, ‘২০ দলীয় ঐক্যজোট ভাঙার জন্য অনেক প্রক্রিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়া অবশ্যই নির্বাচনের আগে থেকেই হয়েছিল। ইদানিং লক্ষ করছি, কিছু ব্যক্তি চায় না খালেদা জিয়া মুক্তি পাক।’ শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে এলডিপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবো। প্রেসক্লাব থেকে আমরা শুরু করেছি। আজকেও আমরা একই কথা বলছি। আগামী মাসেও বলবো। দেশের সব জায়গায় যাবো। এতে আমরা সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডে লিপ্ত হবো না। দেশ ও দেশের মানুষকে বাচাঁনোর জন্য যুদ্ধ করেছি। দেশের মানুষকে হত্যা, ক্ষতি বা উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়।’

বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই বলে উল্লেখ করে অলি বলেন, ‘তবে দেশে ৭৭ শতাংশ যৌন হয়রানি হচ্ছে। গ্রামের মানুষের অবস্থা খুব খারাপ। কৃষকরা ধানের দাম না পেয়ে পুড়িয়ে দিচ্ছে। আগামী ২-৩ দিন মাসের মধ্যে দেশে অর্থনৈতিকভাবে ব্যাপাক ধস নামতে পারে।’

অলি আহমেদ বলেন, ‘২০০৫ সালে আমরা মনে করেছিলাম রাজনীতিতে ভুল হচ্ছে। সেই জন্য উপমহাদেশে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। তিনজন মন্ত্রীসহ ৩২ জন সংসদ সদস্য নিয়ে বিদ্রোহ করেছিলাম। সেটা বিএনপির বিরুদ্ধে ছিল না, দেশের সামগ্রিক পরিস্থিতির বিরুদ্ধে ছিল। আজকে দেশের সামগ্রিক পরিস্থিতি একশত ভাগ খারাপ। আমরা ২০ দলীয় জোট কী ঘরে বসে থাকবো? একজন আরেক জনের সমালোচনা করবো। সবাই ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়াকে মুক্ত করবো। ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করবো। বিভিন্ন জায়গায় গিয়ে শান্তিপূর্ণভাবে মানুষের ঐক্য গড়ে তুলবো।’

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম প্রমুখ।

 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা