X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভোল পাল্টালেন ছাত্রদলের বহিষ্কৃত নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১৪:৩৪আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৫:৪৮

ছাত্রদল নেতাদের সংবাদ সম্মেলন নিজেদের অবস্থান থেকে সরে এসে ভোল পাল্টেছেন ছাত্রদলের বহিষ্কৃত নেতারা। বয়সসীমা না করে ছাত্রদলের কমিটি গঠন ও পুনরায় তফসিল ঘোষণার দাবিতে গত ১১ জুন থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টানা আন্দোলন করেন সদ্য বিলুপ্ত ছাত্রদলের এ বিক্ষুব্ধ নেতারা। আন্দোলনকারীরা বিএনপির কার্যালয়ে ভাংচুরও করেন। এজন্য গত ২৩ জুন ছাত্রদলের ১২ নেতাকে বহিষ্কারও করা হয়। কিন্তু বুধবার (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে সেই বহিষ্কৃত নেতারা দাবি করেছেন, ‘আন্দোলনের সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত ছিলেন না। কোনও স্বার্থান্বেষী মহল আন্দোলনের নামে এসব অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।’

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, ‘বয়সসীমা না করে ছাত্রদলের কমিটি গঠন ও পুনরায় তফসিল ঘোষণার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সংগঠিত আন্দোলনের সঙ্গে ছাত্রদল জড়িত নয়। কোনও স্বার্থান্বেষী মহল আন্দোলনের নামে এসব অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।’

লিখিত বক্তব্যে জহির উদ্দিন তুহিন বলেন, ‘ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়ায় একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের ব্যথিত ও মর্মাহত করেছে। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত এবং কারো জন্য কাম্য নয়।’

দলের অনুগত এবং বিশ্বস্ত কেউ এ ঘটনা ঘটাতে পারে বলেও বিশ্বাস করেন না দাবি করে তুহিন বলেন, ‘এলোমেলো পরিস্থিতির কারণে ঘটে যাওয়া বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বিষয়ে অনুগত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলি পালনে অঙ্গীকার ব্যক্ত করছি।’

তুহিন বলেন, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা সংগঠিত আন্দোলন বিষয়ে জড়িত নই। এরা হলেন−এজমল হোসেন পাইলট (বহিষ্কৃত), ইখতিয়ার কবির (বহিষ্কৃত), জয়দেব জয় (বহিষ্কৃত), এ এ জহির উদ্দিন (বহিষ্কৃত), আসাদুজ্জামান আসাদ (বহিষ্কৃত), মো. বায়েজীদ আরেফীন (বহিষ্কৃত), গোলাম আজম সৈকত (বহিষ্কৃত), মজিফুর রহমান আশিক, মো. রাসেল, কাজী মোখতার হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩ জুন বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ২০০০ সালের পরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত আরোপ করা হয়। এরপর বয়সসীমা উঠিয়ে দেওয়ার দাবিতে গত ১১ জুন থেকে বিক্ষোভ করে আসছেন ছাত্রদল নেতাকর্মীদের একাংশ।

/এএইচআর/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত