X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে ড. কামালসহ ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাৎ কতদূর?

আদিত্য রিমন
২৫ অক্টোবর ২০১৯, ২৩:০২আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২৩:১৩

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া (ফাইল ছবি) কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ-প্রত্যাশী ঐক্যফ্রন্টের নেতাদের চূড়ান্ত তালিকা এখনও কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন্স)-কে পাঠানো হয়নি। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অসুস্থতার কারণে চূড়ান্ত তালিকা পাঠাতে বিলম্ব হচ্ছে। এর সঙ্গে সাক্ষাৎ-প্রত্যাশীদের তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে যোগ করার কারণও। কবে নাগাদ এই তালিকা পাঠানো হবে, সেই তারিখও নির্ধারণ হয়নি। এ কারণে খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের সাক্ষাৎ কবে হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঐক্যফ্রন্টের আগামী বৈঠকের পরে এ বিষয়ে পরিষ্কার বার্তা পাওয়ার আশা করছেন ফ্রন্টের নেতারা।  

এই বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখনও কিছু বলতে পারছি না। আমি তো মাত্র ফিরেছি। আজকে একটু ব্যস্ত ছিলাম। কাল (শনিবার) খবর নেবো।’

ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য যখন ৯ জনের প্রতিনিধির তালিকা নিয়ে গত ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক হয়, তখন দেশে ছিলেন না মির্জা ফখরুল। এরপর ২৪ অক্টোবর তিনি দেশে ফিরলেও এখনও ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে তার কোনও যোগাযোগ হয়নি।

এদিকে ২৩ অক্টোবর থেকে অসুস্থ ড. কামাল হোসেন। আবার বিএনপি নেতারাও ড. কামালকে ছাড়া খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান না। ফলে ড. কামাল হোসেনের সঙ্গে মির্জা ফখরুল যোগাযোগ করে ফ্রন্টের বৈঠক ডাকবেন। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা ঠিক করা হবে। একইসঙ্গে মির্জা ফখরুলের নাম যুক্ত করে চার থেকে ৫ জনের সংক্ষিপ্ত একটি তালিকাও আইজি প্রিজনের কাছে পাঠানো হবে। এরপর অনুমতি ফেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।     

এই প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য বিএনপির  স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ড. কামাল হোসেনের সঙ্গে মির্জা ফখরুল আলোচনা করে দুই-একদিনের মধ্যে আইজি প্রিজনের কাছে চূড়ান্ত নামের তালিকা পাঠাবেন। মির্জা ফখরুলের অনুপস্থিতে আমি ফ্রন্টের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। এখন তিনি দেশে এসেছেন। তার নাম যুক্ত করে খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের দেখা করার চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।’

ড. কামালের অসুস্থতার প্রসঙ্গ উল্লেখ করে টুকু বলেন, ‘২ দিন আগে আমি তাকে দেখে এসেছি। তিনি পায়ের রোগের কারণে হাঁটা-চলা করতে পারছেন না। আর আজ (২৫ অক্টোবর) খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখে করেন। ফলে আগামী ৭ দিন তো দেখা করার অনুমতি পাবো না। সময় তো আছেই। ড. কামাল হোসেন সুস্থ হলেই তাকে নিয়ে  খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হবে।’

জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন,  ‘মির্জা ফখরুল সময় দিলেই ঐক্যফ্রন্টের পরবর্তী বৈঠক ডাকা হবে। তার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হবে আমাদের। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

প্রসঙ্গত, গত সোমবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রবের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলের  বৈঠক শেষে রব বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সাক্ষাতের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

বিএনপির একটি সূত্র বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়ে ঐক্যফ্যন্টের নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টির পাশাপাশি নিজেদের সমস্যা তুলে ধরেছেন, তাতে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হলে সেখানে আলোচনা করে ঐক্যফ্রন্টের বৈঠকের বিষয়টি ঠিক করা হবে। ফ্রন্টের কোনও কোনও নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হবে তাও স্থায়ী কমিটির বৈঠকে ঠিক করা হবে।

এদিকে, শনিবার (২৬ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে কিনা, শুক্রবার রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈঠকের আগে আপাতত এ বিষয়ক নতুন কোনও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কম বলে মনে করে দলটির দায়িত্বশীল একটি সূত্র।

এই প্রসঙ্গে ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘ড. কামাল হোসেন অসুস্থ থাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে  যাওয়া হচ্ছে না। কবে যাওয়া হবে, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত  নেওয়া হয়নি। তাকে বাদ দিয়ে আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যেতে চাই না।’

মির্জা ফখরুলের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি উল্লেখ করে আ স ম রব বলেন, ‘তিনি দেশে এলেও এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি। তাই, কবে ফ্রন্টের বৈঠক হবে তা বলতে পারছি না। তার সঙ্গে আলোচনা করে বৈঠকের তারিখ ঠিক করতে হবে।’

জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎপ্রত্যাশীদের তালিকায় কার নাম আছে, তা জানি না। কেন এত জনের নাম দেওয়া হয়েছে, তাও জানি না। আর একসঙ্গে তো এত লোককে দেখা করা অনুমতি নাও দিতে পারে। সর্বোচ্চ  চার-পাঁচ জনকে দেখা করার অনুমতি দেবে।’  এখন ৫ জনের একটি তালিকা দেওয়া হবে বলেও তিনি জানান।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার