X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অবিলম্বে লকডাউন করুন, আর্মিকে কার্যকরি ক্ষমতা দিন: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ০৪:১০আপডেট : ০২ জুন ২০২০, ০৪:১৭

সাইফুল হক করোনা পরিস্থিতির মধ্যে সবকিছু খুলে দেওয়াকে সরকারের হঠকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে অনতিবিলম্বে ৩০ দিনের জন্য কঠোর লকডাউন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনীসমূহকে লকডাউন কার্যকর করতে প্রয়োজনীয় ক্ষমতা দিন। তাদের মাধ্যমে অভাবী পরিবারসমূহের কাছে খাবার ও অর্থ পৌঁছে দিন। স্বেচ্ছাচারীভাবে নয়, প্রতিটি পদক্ষেপের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।’

সোমবার (১ জুন) পার্টির ঢাকা বিভাগীয় জেলা সমূহের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে অনলাইন মিটিংকালে বাম গণতান্ত্রিক জোটের এই নেতা এসব কথা বলেন।  এই সময় সাইফুল হক বলেন, ‘সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থাসমূহের মাধ্যমে লকডাউন ফলপ্রসু করতে আগামী ৩০ দিনের জন্য দেশের সকল শ্রমজীবী-দিনমজুর ও অভাবী পরিবারসমূহের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছানো নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারীর বিপজ্জনক সংক্রমণ এবং মৃত্যুর সময় বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং দেশে করোনা সংক্রান্ত পরামর্শকদের মতামত ও পরামর্শকে পাত্তা না দিয়ে বাস্তবে সবকিছু খুলে দিয়ে সরকার চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।’

সাইফুল হক দাবি করেন, সরকার দেশের মানুষকে ব্যাপক সামাজিক সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। জনগণের প্রতি দায়িত্ববোধ ও জবাবদিহিতা না থাকায় তারা একের পর এক স্বেচ্ছাচারী পদক্ষেপ গ্রহণ করে চলেছে।

পার্টির এই অনলাইন মিটিং-এ অংশ নেন ময়মনসিংহের মো. শাজাহান, নেত্রকোনার সজীব সরকার রতন, কিশোরগঞ্জের নজরুল ইসলাম শাজাহান, টাঙ্গাইলের সাইফুদ্দীন তালুকদার, নরসিংদীর খলিলুর রহমান, মুন্সীগঞ্জের শেখ মো. শিমুল, ঢাকা জেলার সেকেন্দার হোসেন, মানিকগঞ্জের রফিকুল ইসলাম অভি, নারায়ণগঞ্জের আবু হাসান টিপু, ঢাকা মহানগরীর আকবর খান প্রমুখ।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!