X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব পদ ছাড়লেন মাহফুজ, দায়িত্ব পেলেন মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ২২:১০আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:৩৭

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব পদ ছাড়লেন মাহফুজ, দায়িত্ব পেলেন মামুন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়েছেন মাওলানা মাহফুজুল হক। আর সেই পদে দায়িত্ব পেলেন তার ছোট ভাই মাওলানা মামুনুল হক। শনিবার (১০ অক্টোবর) পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয় হয়।

এদিন দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়। সেই বৈঠকে দলের আমিরের কাছে মহাসচিব পদ থেকে অব্যাহতির আবেদন করেন মাওলানা মাহফুজুল হক। তার আবেদন  নির্বাহী পরিষদে গৃহীত হওয়ায় মহাসচিব পদ শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হন মাওলানা মামুনুল হক। তারা দুজনই প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আজিজুল হক বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।

দলটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া বলেন,  ‘দুই মাস পরেই দলের  কাউন্সিল হবে, সে পর্যন্ত মামুনুল হক ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ‘

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া, ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি হয়েছেন মাওলানা নূর  হোসাইন কাসেমী।

৩ অক্টোবর ঢাকার যাত্রাবাড়ীতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মিলনায়তনে মজলিসে আমেলার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারপ্রাপ্ত মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা মাহফুজুল হক। তবে সংস্থাটির মহাসচিব পদে কোনও রাজনৈতিক দলের পদধারী কেউ থাকতে পারবে না, বিধায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব পদ ছাড়ার শর্তে মহাসচিব মাওলানা মাহফুজুল হককে দায়িত্ব দেওয়া হয়।  বেফাকের দশম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। সে সময় সহকারী মহাসচিব পদে দায়িত্ব পান মাওলানা মাহফুজুল হক।

বৈঠকে ধর্ষণ বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাসের দাবিতে ১৫ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং ঢাকায় ১৭ অক্টোবর একই বিষয়ে সেমিনার করার সিদ্ধান্ত  হয়।

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা