X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৯:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২০:৫৫

শেখ হাসিনা ও রওশন এরশাদ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সংসদ বভনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব থেকে প্রায় ঘণ্টাখানেক দুজনের মধ্যে এ বৈঠক হয় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। 
এদিকে প্রধানন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রওশন তার দলের এমপি ও মন্ত্রীদের নিয়ে সংসদের কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ময়মনসিংহকে বিভাগ করা এবং এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলেছি।
জাতীয় পার্টির রাজনীতি নিয়ে কোনও কথা হয়েছি কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়।’
জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রওশন এরশাদ বলেন, ‘দলে নতুন নেতৃত্ব আসতেই পারে।’
সরকার থেকে পদত্যাগ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ‘না’।


প্রসঙ্গত,  জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ দলে তার ছোটভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করায় এবং জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে রুহুল আমিন হাওলারকে মহাসচিব করায় দলটির অভ্যন্তরে টানাপড়েনের সৃষ্টি হয়। এর ভেতর দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের এই বৈঠক অনুষ্ঠিত হলো।
বিষয়টি নিয়ে জাতীয় পার্টিতে দুই ধারার সৃষ্টি হয়। এরশাদ ও রওশন অনুসারী বলয়ের মধ্যে বেশ কয়েকবার বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়া হয়। এরশাদ-রওশন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন। জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে আইনসিদ্ধভাবে দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রওশন। এদিকে দলটির চেয়ারম্যান এরশাদ দাবি করেন চেয়ারম্যানের ক্ষমতাবলে তিনি দায়িত্ব অর্পন করতে পারেন।
/পিএইচসি/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত