X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
স্থায়ী কমিটি ও মহাসচিব ঘোষণা এ সপ্তাহে!

হোঁচট খেলেন বিএনপি নেতারা

সালমান তারেক শাকিল
২০ মার্চ ২০১৬, ২৩:১৮আপডেট : ২০ মার্চ ২০১৬, ২৩:৩৮

বিএনপি ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলেই ‘ভারমুক্ত’ মহাসচিব পাচ্ছে বিএনপি- এমন প্রত্যাশা নিয়েই সম্মেলনে যোগ দিয়েছিলেন সারাদেশের কাউন্সিলর ও দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদেরও আশা ছিল, শীর্ষ দুই পদের পাশাপাশি মহাসচিব পদটিও ঘোষিত হবে। শেষ পর্যন্ত মহাসচিব পদটি ‘ভারমুক্ত’ না হওয়ায় অনেকটাই হোঁচট খেলেন কেন্দ্রীয় নেতারা। তবে কাউন্সিলে ঘোষণা না হওয়ায় হোঁচট খেলেও তাদের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এ সপ্তাহেই। সপ্তাহের যে কোনও দিন বিএনপির স্থায়ী কমিটি ও মহাসচিব হিসেবে মনোনীতদের নাম প্রকাশ করবেন খালেদা জিয়া। এক্ষেত্রে মহাসচিব হিসেবে বর্তমানে ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই চূড়ান্ত। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা, কাউন্সিলরদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এ ব্যাপারে বিএনপিপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, কাউন্সিলে ঘোষণা না হলেও দু-একদিনের মধ্যেই স্থায়ী কমিটি ও মহাসচিব পদের ঘোষণা দেবেন চেয়ারপারসন।

চলতি সপ্তাহেই ঘোষণা আসবে কি না, এমন প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, এ সপ্তাহেই আসবে। পাশাপাশি নীতিনির্ধারণী হিসেবে স্থায়ী কমিটির নিয়োগ আগেই দেবেন চেয়ারপারসন। এই দুটি মনোনয়নের পরই ভাইস চেয়ারম্যান পদের নাম ঘোষণা করবেন খালেদা জিয়া। একই সম্ভাবনার কথা জানান চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুও।

বিএনপি নেতারা বলছেন, শনিবারের সম্মেলনে বিএনপিতে অনেক পরিবর্তনই হয়েছে। রীতি অনুযায়ী মহাসচিব পদ ইতোপূর্বে কাউন্সিলের পরে ঘোষিত হলেও এবার প্রত্যাশা ছিল অন্যান্য পরিবর্তনের সঙ্গে এ পরিবর্তনটিও হচ্ছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সমাপনী বক্তব্যে এ নিয়ে কোনও ইঙ্গিতও দেননি। কাউন্সিলরা তাকে সর্বসময় ক্ষমতা দেওয়ায় তিনি বলেছেন, তিনি ভেবে-চিন্তে কমিটি গঠন করবেন, খোঁজ খবর নিয়ে করতে হবে।

বিএনপি নেতারা বলছেন, মহাসচিব পদে মনোনয়ন বিলম্বিত হলেও বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীরই চূড়ান্ত হয়ে গেছেন। শনিবারের মূল অধিবেশনেই বিষয়টি মিটমাট হয়েছে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!