X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে: জেল থেকে বেরিয়ে ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ২০:১৭আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২০:১৭

ফখরুল চলমান গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সুচারুভাবে পালন করব। দেশের চলমান গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখব।’

সকালে বিএনপির মহাসচিব হওয়ার খবর শুনে নিম্ন আদালতে হাজিরা দিতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় কারাগারে। পরে বিকেল সোয়া চারটার দিকে একই আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ফখরুলের আইনজীবীরা আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তিন ঘণ্টার এই নাটকীয়তা শেষে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি।

জেল গেটে তাকে আনতে যান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আবদুস সালাম, ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ শতাধিক নেতাকর্মী। জেল থেকে বেরিয়ে মির্জা ফখরুল গুলশান-২ এ খালেদা জিয়ার বাসভবনের উদ্দেশে রওয়ানা হন। সেখান থেকে শুভেচ্ছা বিনিময় শেষে ফখরুল তার উত্তরার বাসভবনের দিকে যাবেন।

তার সঙ্গে থাকা মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, জেল থেকে বেরিয়ে মির্জা ফখরুল দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি পালন করতে সবার সহযোগিতা চেয়েছেন এবং সাংবাদিক, গণমাধ্যম, দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার সোয়া এগারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুলকে মহাসচিব হিসেবে ঘোষণা দেওয়া হয়।

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে