X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মঙ্গলবার আত্মসমর্পণ করবেন খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৩:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৩:৪৮

খালেদা জিয়া আগামী ৫ এপ্রিল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে বোমা হামলা মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা আছে।
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা তাকে আত্মসমর্পণ করে জামিন আবেদনের পরামর্শ দেন।
প্রায় ২ ঘণ্টার বেশি সময় এ নিয়ে পর্যালোচনা হয় বৈঠকে। ওই বৈঠকে আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আব্দুর রেজাক খান, জয়নাল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, সানাউল্লা মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ম্যাডাম আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারিক আদালত থেকে পরোয়ানা জারি হওয়ায় তিনি নিজে উপস্থিত থেকে জামিন আবেদন করবেন।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া মঙ্গলবার আদালতে যাবেন।
যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে বোমা হামলা মামলায় খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় এ আদেশ দেওয়া হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে চলা অবরোধে ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে নূর আলম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান।

২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে যাত্রাবাড়ী থানার পুলিশ। দুই মামলাতেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সম্প্রতি।

/এসটিএস/এসটি/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ