X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আবারও নয়াপল্টনে যাচ্ছে ‘আসল বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ২০:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ২০:১২

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে আবারও নয়াপল্টনে মহড়া দিতে যাচ্ছে কামরুল হাসান নাসিমের উদ্যোগে গঠিত ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দিনের যেকোনও সময় তারা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করবে। সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে কামরুল হাসান নাসিম এর সত্যতা স্বীকার করেন। এর আগে চার দফায় অবস্থান নিতে গিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের হাতে মার খেয়েছে আসল বিএনপির নেতাকর্মীরা।

গত বছরের ১৭ জানুয়ারি নয়াপল্টনে আসল বিএনপির গাড়িতে আগুন কামরুল হাসান নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় বিপ্লবের মহড়ায় এপর্যন্ত চারবারের মতো কর্মীরা নয়াপল্টন অফিসমুখী হতে চেয়েছে। প্রতিবারেই আমাদের দলের আরেকটি অংশের ছেলেরা আক্রমণ করেছে। নির্মমভাবে আক্রমণ করে নিজেরাই নিজেদের মেরেছে। কর্মীদের বলবো, দলীয় বিপ্লবের মহড়ায় গেলে শক্ত হয়ে যেও!’
এর আগে গত বছরের জানুয়ারি ও সেপ্টেম্বরে অবস্থান করতে গিয়ে মার খেয়েছে আসল বিএনপি। গত জানুয়ারিতে তাদের প্রচারণার গাড়িতে আগুন দেয় বিএনপি সমর্থকরা। ওই সময় নাসিম বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আগুন দেওয়ার ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করবেন।’
যদিও বরাবরের মতো রিজভীর দাবি, ‘এগুলো সরকারি এজেন্সির কাণ্ড। সরকারই আসল বিএনপিকে লেলিয়ে দিয়েছে।’ মঙ্গলবার আসল বিএনপি নয়াপল্টনে অবস্থান নিতে পারে, এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসুক, দেখা যাবে।’

যদিও নাসিম বলছেন, ‘ওরা আমাদের ভাই। বরাবরের মতো নিরস্ত্র থেকো! অহিংস থেকেই বড় অর্জনের পথ খুঁজতে হবে। বিপ্লব দিনক্ষণ ও সময় দিয়ে হয় না। যেকোনও সময়ে উচ্চ আদালত বসার মধ্য দিয়ে শুরু হবে।’ কর্মীরা কখন অবস্থান নিতে যাবে প্রশ্নে নাসিম জানান, ‘সময় নির্দিষ্ট নেই। দিনের আলোয় যাবে বরাবরের মতো ।’ তবে নয়াপল্টনে অবস্থান করতে কামরুল হাসান নাসিম যাচ্ছেন না বলে জানান তিনি।

ছবি: নাসিরুল ইসলাম
এসটিএস/এপিএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পান্ত, দুবে, স্যামসনকে নিয়ে ভারতের বিশ্বকাপ দল
পান্ত, দুবে, স্যামসনকে নিয়ে ভারতের বিশ্বকাপ দল
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো দুজনের
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো দুজনের
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
নারী ফুটবল লিগে দলগুলো ভোটাধিকার চায়
নারী ফুটবল লিগে দলগুলো ভোটাধিকার চায়
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম