X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রকৌশলী শহীদুল্লাহকে আজীবন সম্মাননা দিলো ছাত্র ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ২১:০০আপডেট : ০৪ মে ২০১৭, ২১:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বৃহস্পতিবার (৪ মে) অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দুই দিনের ১২তম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ। এ আয়োজনে আজীবন সম্মাননা পেলেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

আজীবন সম্মাননা নিচ্ছেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ পুরস্কার প্রাপ্তির অনুভূতিতে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘এই সম্মাননা আমাকে প্রচুর আনন্দ দিয়েছে। দেশের মানুষ ছাত্রদের নিয়ে আশা করে, তাদের ওপর ভরসা রাখে। আমিও অনেক আশা করি। শোষণের বিরুদ্ধে, দেশের স্বার্থের পক্ষে ছাত্র ফেডারেশনের ভূমিকা অনেক উজ্জ্বল।’

‘প্রাণ-প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন হয় না, সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না’ এবং ‘শিক্ষা ধ্বংস রুখে দাঁড়ান, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলন গড়ে তুলুন’— এ দুটি আহ্বানে হচ্ছে এবারের কাউন্সিল।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘এই সরকার দেশের মানুষের বিপক্ষে, এই সরকার বিদেশপন্থী। সম্পদ পাচার, বিলিয়ন বিলিয়ন অর্থপাচার আর বড় বড় প্রকল্পের নামে ডাকাতি করে চলেছে তারা। এসব লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

প্রধান বক্তা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই পরিস্থিতিতে ছাত্রসমাজকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১২তম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ সভাপতির বক্তব্যে সৈকত মল্লিক বলেন, ‘স্বৈরাচারী শাসকের হাতে প্রাণ-প্রকৃতিও রক্ষা পায় না। ছাত্রসমাজের গণতান্ত্রিক ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে মানুষ ও প্রকৃতির ওপর স্বৈরাচারী সরকারের আগ্রাসী থাবাকে প্রতিহত করতে হবে।’

সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় কাউন্সিলের উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। সমাবেশে ছাত্র ফেডারেশনের সারাদেশের কাউন্সিলর, পর্যবেক্ষক ও সাবেক নেতারাও ছিলেন। ৫ মে কাউন্সিলের দ্বিতীয় ও শেষ দিনের সমাবেশ হবে।

/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি