X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন ও গণতন্ত্র হাত ধরাধরি করে চলতে হবে: সমাজ কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৮, ২০:৪০আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২১:১২

 

সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন (ফাইল ছবি: সংগৃহীত) দেশে অসাম্প্রদায়িক নীতি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘অসাম্প্রদায়িকনীতি বাস্তবায়ন করতে অসাম্প্রদায়িক শক্তির ঐক্যকে ধরে রাখতে হবে। সেই সঙ্গে উন্নয়ন ও গণতন্ত্রকে এক সঙ্গে হাত ধরাধরি করে চলতে হবে।’  শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওয়ার্কার্স পার্টির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে এনেছি। কিন্তু একজন রাজনৈতিককর্মী হিসেবে আমি বলতে পারি, আমরা এখনও অসাম্প্রদায়িকনীতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। দেশের শিক্ষা কারিকুলাম সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। শাপলা চত্বর-বায়তুল মোকাররমে তাণ্ডব চালিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক শক্তি আজ কারও কারও বন্ধু হয়ে গেছে।’

সমাজক্যাণমন্ত্রী বলেন, ‘দেশে নতুন করে বিতর্ক তৈরি করা হয়েছে গণতন্ত্র থাকলে উন্নয়ন হয় না। আমি বলতে চাই, গণতন্ত্র ও উন্নয়ন পরস্পর বিরোধী নয়। উন্নয়ন ও গণতন্ত্র এক সঙ্গে হাত ধরাধরি করে চলবে। এ দুটোকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। বিশ্বের অনেক দেশে উন্নয়ন ও গণতন্ত্র এক সঙ্গে অগ্রসর হয়েছে।’

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের বেতন বাড়ে। কিন্তু শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর দাবি করলে বলা হয় বিদেশি ষড়যন্ত্র। এভাবে চলতে পারে না।’

দলের নেতাকর্মীদের সতর্ক করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘আমাদের সামনে কঠিন দিন। এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা এগিয়ে নিয়ে এসেছি, সেটা কি অব্যাহত থাকবে, না মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির কাছে দেশকে তুলে দেবো, এ নির্বাচনের আগেই সেই সিদ্ধান্ত নিতে হবে।’

‘খালেদা জিয়ার জেলে যাওয়ার জন্য নির্বাচনে যাবো না’ বলে হুমকি দিয়ে লাভ নেই মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতি মামলার সাজায় জেলে গেছেন। এই সরকার বিএনপি-জামায়াতের কলিজায় হাত দিয়েছে। তাই তারা ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শক্তির ঐক্য ধরে রাখতে হবে।’

মহাসমাবেশে  আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, ড. সুশান্ত দাস, কামরুল আহসান প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি