X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লিয়াজোঁ ক‌মি‌টি গঠন, চট্টগ্রাম ও রাজশাহীতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোট
১৭ অক্টোবর ২০১৮, ২৩:০০আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২৩:০৭

ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খন্দকার মোশাররফ হোসেন কর্মসূ‌চি সমন্বয় করতে এক‌টি লিয়াজোঁ ক‌মি‌টি গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে, এই  লিয়াজোঁ ক‌মি‌টির সদস্য কতজন, তাতে কারা থাকছেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি। কারণ হিসেবে বলা হচ্ছে, জাতীয় ঐক্যফ্রন্টে আরও দল যুক্ত হবে। এখনও জোটভুক্ত হওয়ার প‌থ উন্মুক্ত রাখা হয়েছে। তাই লিয়াজোঁ ক‌মি‌টির সদস্য নির্বাচন কিংবা নির্ধারণ করা হয়‌নি। বুধবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০ টার দিকে বিএন‌পি চেয়ারপারসনের গুলশানের রাজনৈ‌তিক কার্যায়ের জোটের বৈঠকের মাঝামা‌ঝি সময়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাত সাড়ে নয়টায় বৈঠক শুরু হয়।

‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘লিয়াজোঁ ক‌মি‌টি গঠনের পাশাপা‌শি আমরা দু’টি বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’ ‌তি‌নি বলেন, ‘আগামী ২৭ অক্টোবর চট্টগ্রাম, ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করার সিদ্ধান্ত  নিয়েছে জাতীয় ঐক্যফ্র‌ন্ট।’

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আগামীকাল বিকেল তিনটায় ঐক্যফ্রন্টের দা‌বি ও লক্ষ্য ঢাকায় নিযুক্ত বিদেশি কূট‌নী‌তিকদের জানাবো। হোটেল লেকশোরে এই মত-বি‌নিময় অনু‌ষ্ঠিত হবে।’ ‌তি‌নি বলেন, ‘আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুশীল সমাজের সঙ্গে মত‌বি‌নিময় করবো। সময়সাপেক্ষে তারিখ নির্ধারণ করে জানানো হয়েছে।’

কর্মসূ‌চি প্রসঙ্গে বিএন‌পির এই নেতা বলেন, ‘আমরা ২৩ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল, হজরত শাহপরানের মাজার জিয়ারত করবো। পরবর্তী সময়ে সমাবেশ করবো।’ এক প্রশ্নের জবাবে তি‌নি বলেন, ‘মাজার জিয়ারতের জন্য অনুম‌তির প্রয়োজন পড়ে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা কর্মসূ‌চির মাধ্যমে জনগণের কাছে যেতে চাই, কর্মসূ‌চি নিয়ে‌ছি। আগামীতে রাজনৈতিক প‌রি‌স্থি‌তি বুঝে পরবর্তী কর্মসূ‌চি দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের নেতা সুব্রত কুমার চৌধুরী, আব্দুল মালেক রতন, মাহমুদুর রহমান মান্না, শহীদ উ‌দ্দিন মোহাম্মদ স্বপন  প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত