X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বি. চৌধুরী, মাহী ও মান্নানকে বাদ দিয়ে বিকল্প ধারার নতুন কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ১১:৫৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৪:১৬

প্রেস ক্লাবে বিকল্প ধারার  নেতাদের সংবাদ সম্মেলন বিকল্প ধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে দল থেকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর)  বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সম্মলন করে এ ঘোষণা করেন ড. নুরুল আমিন ব্যাপারী। তিনি নিজেকে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে শাহ আহম্মেদ বাদলের নাম ঘোষণা করেন।

নুরুল আমিন বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী,  মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। বিকল্প ধারার তিনজন বাদে সবাই আমাদের সঙ্গে আছেন এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।’

জামায়াত প্রশ্নে বি. চৌধুরীর জাতীয় ঐক্যফ্রন্টে যায়নি, আপনারা কী করবেন? এমন প্রশ্নের জবাবে নুরুল আমিন বলেন,  ‘আমাদের দলের কেউ জামায়াতকে সমর্থন করে না। এটা মাহী চৌধুরীর কূটচাল। আজ মেজর মান্নানের দুর্নীতির খবর বের হয়েছে। কোনও দুর্নীতিবাজ বিকল্প ধারায় থাকতে পারে না।’ তারা জাতীয় ঐক্যফ্রন্টে যাবেন বলেও জানান নুরুল আমিন।

শাহ আহম্মেদ বাদল বলেন, ‘প্রেস ক্লাবে আমাদের হল বুকিং দেওয়া থাকলেও হঠাৎ করে তা বাতিল করে দেওয়া হয়। তাই আজ এখানে (প্রেস ক্লাব চত্বরে) ঘোষণা দিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘বি. চৌধুরী অত্যন্ত ভালো মানুষ। কিন্তু তার ছেলে মাহী চৌধুরীর কূটচালে তিনি শেষ পযন্ত  জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেননি।'

বাদল বলেন,  ‘আজ কিছু মানুষ রাতের অন্ধকারে সরকারের সঙ্গে আঁতাত করে মানুষকে বিপদে ঠেলে দিতে চায়। দেশে অবাধ নির্বাচন জনগণের দাবি। এই দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আমরা বিকল্প ধারার সব নেতাকর্মী সিদ্ধান্ত নিয়েছি ঐক্যফ্রন্টের নেতৃত্বে আন্দোলনে অংশ নেবো।’

তার দাবি, শুক্রবার সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই বিকল্পধারার মূলস্রোতের। এর বাইরে অবস্থানকারীরা জন আকাঙ্ক্ষাবিরোধী শক্তি।

তিনি বলেন,  ‘আমাদের মূল লক্ষ্য হলো দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। জাতির সংকট মোকাবিলা করতে এ অস্থায়ী কমিটির ঘোষণা করা হলো। যতদ্রুত সম্ভব দলীয় গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অন্তবর্তীকালীন এ সময়ে ঘোষিত অস্থায়ী কমিটি জাতীয় ঐক্য ফ্রন্ট-এর যে কোনও কর্মসূচিতে বিকল্পধারার একমাত্র বৈধ নেতৃত্ব বলে বিবেচিত হবে।'

এ প্রসঙ্গে বি. চৌধুরীর প্রেসসচিব জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘এই দুইজনকে গত ২৬ সেপ্টেম্বর দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের এই ঘোষণা অবৈধ।’

বিকল্প ধারার মহাসচিব মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘শাহ আহম্মেদ বাদলকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। আর নুরুল আলম ব্যাপারী গত ৪ বছর দলে নিষ্ক্রীয় ছিলেন। সুতারাং তাদের এই কমিটিকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তার কোনও প্রতিবাদও করবো না।’

প্রসঙ্গত, অধ্যাপক নুরুল আলম ব্যাপারী বিকল্পধারা প্রেসিডিয়াম সদস্য ছিলেন আর অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল সহসভাপতি ছিলেন। তাদের গত ১৩ অক্টোবর দল থেকে বহিষ্কার করা হয় বি. চৌধুরী নেতৃত্বধীন বিকল্পধারা।

 

 

 

 

/এএইচআর/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা
শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?
কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?