X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত খালেদা জিয়াকে মুক্ত করে দিন: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৯:৩০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৯:৩০

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (১২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘খালেদা জিয়ার করোনা ধরা পড়েছে, এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, তাকে মুক্ত করে দিন। যাতে উনি খোলা মনে চিকিৎসা নিতে পারেন। এখানে মানবিক হতে হবে। প্রধানমন্ত্রীর পক্ষে মানবিক হওয়া খুব কঠিন কাজ। তাঁর পুরো পরিবারকে দেশের একটা শ্রেণি হত্যা করেছিল। চিন্তা করা দরকার, তাঁর বিরুদ্ধে এত ক্ষোভ কেন ছিল। বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডকে আমি তীব্র নিন্দা করি। তার কষ্টটা অন্যদের থেকে অনেক বেশি। সেই ঘটনার আগের দিন বঙ্গবন্ধু আমাকে সাভার থেকে ডেকে এনেছিলেন। প্রায় চার ঘণ্টা আলাপ করেছিলেন।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রীর) উচিত হবে মানুষের প্রতি উদার হওয়া, সহানুভূতিশীল হওয়া। এই ছাত্ররা আমাদের দেশ সৃষ্টি করেছে, তাদের মুক্তি দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী আপনার অনুগত গোয়েন্দা বাহিনী ও ইসরায়েলের মোসায়েদের কথা শুনে শক্ত হওয়ার চেষ্টা করবেন না। জনগণের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে এই ছেলেগুলোকে মুক্ত করে দেন। আমরা আপনার পাশেই থাকবো। আর কেউ না থাকুক রাস্তায় আমি একা দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলার চেষ্টা করবো।’

‘ছাত্রদের আত্মীয়-স্বজন যারা আছেন তাদের বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। আশা করি, আমরা জয় পাবো। আজকে আইন ১০০টা হয়ে গেছে। আইনকে হতে হবে নিরপেক্ষ। আমাদের সবাইকে সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে।’—বলেন জাফরুল্লাহ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণফোরামের সাবেক নেতা রেজা কিবরিয়া, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, লেখক ও অ্যাক্টভিস্ট রাখাল রাহাসহ গ্রেফতারকৃত কর্মীদের পরিবারের সদস্যরা।

 

 

 

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট