X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ ডেকেছে ২৯ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ২৩:১৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২৩:২৭

বাম গণতান্ত্রিক জোট মনে করে– সরকারের নতুন নির্বাচন কমিশন আইনের উদ্দেশ্য হলো আরেকটি সরকার অনুগত নির্বাচন কমিশন গঠন করা, যারা আগামী নির্বাচনে সরকারি দলের পক্ষে রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করবে। নতুন আইনটির বিরোধিতা করে আগামী ২৯ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে মতবিনিময় সভায় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

জোটের নেতারা বলেন, ‘অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে আরেকটি মেরুদণ্ডহীন অকার্যকর নির্বাচন কমিশন হতে যাচ্ছে, যাদের কাজ হবে সরকারি দলকে বিজয়ী ঘোষণা করা।’

‘প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন– জনপ্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তার দৃষ্টিতে, “কথিত নির্বাচন আইনকে ‘সরকারি দলের পক্ষে নির্বাচনি ফল নিশ্চিতকরণ আইন’ বলা যেতে পারে। একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনকেও ‘বাকস্বাধীনতা রুদ্ধকরণ’ আইন বলা যেতে পারে। একক কর্তৃত্বেই এসব কথিত আইন তৈরি হচ্ছে, যা লজ্জাকর ও গ্লানিকর এবং মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।”

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মন্তব্য, ‘সার্চ কমিটির প্রজ্ঞাপনকে এখন আইনি আবরণ দেওয়া হচ্ছে। বাস্তবে অনুসন্ধান কমিটির যোগ্য ব্যক্তিদের অনুসন্ধানের কোনও সুযোগ নেই। নির্বাচন কমিশন আইনের নামে যা হচ্ছে তা নিতান্তই আনুষ্ঠানিকতা; সবকিছু হবে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী।’

ব্রতীর নির্বাহী প্রধান শারমিন মোর্শেদ বলেন, ‘আইন প্রণয়নের পুরো প্রক্রিয়াই অস্বচ্ছ। সরকারের এই তৎপরতায় জনগণের কোনও আস্থা নেই। দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের নামে আমরা আবারও মেরুদণ্ডহীন কিছু লোক পাবো।’

মতবিনিময় সভায় সূচনা বক্তব্য পেশ করেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার মতে, ‘শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর অনুমোদনেই রাষ্ট্রপতিকে নতুন নির্বাচন কমিশনের ঘোষণা দিতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন বজলুর রশীদ ফিরোজ, আবদুল্লাহ কাফি রতন, মানস নন্দী, মোশরেফা মিশু, নজরুল ইসলাম, হামিদুল হক, বাচ্চু ভূঁইয়া, বিধান দাস।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি