X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের সহযোগিতায় এলডিপির ত্রাণ বিষয়ক কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৫:২১আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:২১

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত মানুষকে সহযোগিতা করতে দলীয় ত্রাণ বিষয়ক কমিটি গঠন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি-একাংশ)।

শনিবার (২৫ জুন) রাজধানীতে দলের সভাপতি আবদুল করিম আব্বাসীর লালমাটিয়ার বাসভবনে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ত্রাণ বিষয়ক কমিটির আহ্বায়ক হিসেবে দলের যুগ্ম মহাসচিব চাষী এনামুল হক ও সদস্য সচিব হিসেবে সাংগঠনিক সম্পাদক এস এম বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করবেন।

এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে চলমান বন্যা সংকট, রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নিবন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভাশেষে সাংবাদিকদের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আজকে আমরা দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছি। রাজনৈতিক পরিস্থিতি,দলের নিবন্ধন, সংলাপ ও যুগপৎ আন্দোলন নিয়ে সবাই মতামত দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমরা ত্রাণ কার্যক্রম শুরু করবো। দলের সভাপতি আবদুল করিম আব্বাসীর নির্বাচনি এলাকা নেত্রকোনায় ত্রাণ বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করবো। আমাদের দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ ও সামর্থ্য অনুযায়ী দেশের সংকটে আমরা মানুষের পাশে থাকবো।’

শাহাদাত হোসেন সেলিম জানান, কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী কয়েকদিন পর দেশের ও রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির নেতৃত্বে চলমান রাজনৈতিক সংলাপ নিয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবো। সেখানে বিস্তারিত জানানো হবে।

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাত করা হয়। একইসঙ্গে তার উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার জন্য অবিলম্বে সরকারকে উদ্যোগ নিতে হবে। অন্যথায় তার কোনও ধরনের শারীরিক অবনতি হলে দেশের মানুষ কোনও দিন আওয়ামী লীগকে ক্ষমা করবে না।’

বৈঠকে উপস্থিত ছিলেন— আবদুল গনি সাবেক এমপি, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ ইব্রাহিম রওনক, ড. আবু জাফর সিদ্দিকী, তমিজউদদীন টিটো, এম এ বাসার, চাষী এনামুল হক, এ কে এম মহিউদ্দিন, এস এম বেলাল, আবদুল হাই নোমান, মোহাম্মদ ফয়সাল, নুরনবী চৌধুরী প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
১২ দলের সমাবেশে পুলিশের বাধার অভিযোগ
৬ দিনের কর্মসূচি এলডিপির
‘অবৈধ ডামি সংসদ’ বাতিলের দাবিতে এলডিপির কালো পতাকা মিছিল 
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!