X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এলডিপির সার্টিফিকেট নিচ্ছেন আ.লীগ নেতারা: অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩

বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগের দিন শেষ হয়ে আসছে। এটা বুঝতে পেরে এখন তাদের শত শত কর্মী আমেরিকায় চলে যাচ্ছে। আমেরিকায় যাওয়া আওয়ামী লীগ নেতারা সেখানে বৈধ হতে এলডিপির সদস্য হয়ে সার্টিফিকেট নিতে হুমড়ি খেয়ে পড়ছে। তারা প্রতিনিয়ত এলডিপিতে যোগদান করার জন্য বিভিন্নভাবে তদবির চালাচ্ছে।’

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ডিওএইচএসএ’র বাসভবনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অলি আহমদ এসব কথা বলেন।

‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান সম্প্রতি একাধিক সভায় বলেছেন, বিএনপির সাবেক দুই নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে।’ এ সম্পর্কে সাবেক এই যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিগত ১৩ বছরেও বিকল্প ধারার প্রেসিডেন্ট ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে আমার দেখা হয়নি। এমনকি টেলিফোনেও আলাপ হয়নি। তার সঙ্গে আমাকে জড়িয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রহমানের এমন বক্তব্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং দূরভীসন্ধিমূলক। এ ধরনের বক্তব্য আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে আশা করিনি।’

‘নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিএনপি আন্দোলন করছে।’ এই বক্তব্যের সঙ্গে এলডিপি একমত কিনা? এ প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘বিএনপির সব দাবির সঙ্গে আমরা একমত। এ ব্যাপারে গত চার মাসে বিএনপি মহাসচিবের নেতৃত্বে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদের উপস্থিতিতে আমার বাসায় দুই বার বৈঠক হয়েছে। বৈঠকে এ সরকার ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলনে ঐকমত্য পোষণ করেছি।’

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে তিনি বলেন, ‘সবকিছু বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতে তার এই সফরে প্রাপ্তি শূন্য। এছাড়া আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির যে চুক্তি হয়েছে, তা দেশের জন্য ভয়ংকর ক্ষতিকারক। ভারত শুধু আমাদের কাছ থেকে নেবে, আর কিছুই দেবে না— এটা হয়না। একতরফা বন্ধুত্ব বেশি দিন টিকে না।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
১২ দলের সমাবেশে পুলিশের বাধার অভিযোগ
৬ দিনের কর্মসূচি এলডিপির
‘অবৈধ ডামি সংসদ’ বাতিলের দাবিতে এলডিপির কালো পতাকা মিছিল 
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও