X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আলেমদের সতর্ক হওয়ার আহ্বান হেফাজত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ২০:২৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২০:২৬

চলমান সময়ে আলেম সমাজকে নিজেদের ব্যাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি আলেমদের উদ্দেশে বলেছেন, ‘অনেকে নিজের স্বার্থসিদ্ধির জন্য, কিছু পাওয়ার আশায় মূল কাজ থেকে সরে গিয়ে এদিকে-ওদিকে ছুটোছুটি করছি; যা আলেমদের ঐতিহ্যের বিরোধী। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের কাজি বশির উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত ‘শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় হেফাজত আমির এ কথা বলেন। অনুষ্ঠানে তার লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্য পাঠ করেন চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার শিক্ষক মুফতি মুহাম্মাদ ইকবাল।

বাবুনগরী শুক্রবার বিকালে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। সভার আয়োজন করে শাইখুল হাদীস পরিষদ। এতে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

লিখিত বক্তব্যে আল্লামা আজিজুল হক প্রসঙ্গে হেফাজত আমির যোগ করেন, ‘শায়খুল হাদিস কিছু পাওয়ার জন্য রাজনীতি করেননি। তিনি নিজে কখনওই এমপি হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেননি, বরং অন্যদের এমপি বানিয়েছেন।’

বাবুনগরী তার লিখিত বক্তব্যে বলেন, 'ঈমানি আন্দোলনে শাইখুল হাদিস কোনও ভয়ভীতি, মামলা-হামলার তোয়াক্কা করেননি। পাহাড়সহ দৃঢ়তা নিয়ে রাজপথে ভূমিকা রেখেছেন। এজন্য তাকে অনেক কোরবানি করতে হয়েছে। তিনি বার বার কারাবরণ করেছেন, কিন্তু ঈমানি আন্দোলন থেকে একচুল পিছপা হননি।’

এসময় মাওলানা মামুনুল হককে ‘কলিজার টুকরা’ ও ‘স্নেহের পাত্র’ উল্লেখ করে তাকেসহ গ্রেফতার সকল ওলামাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’