X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৭ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ২১:১২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:০৫

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করবে বিএনপি। প্রথম দফায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকের পর এবার দ্বিতীয় দফায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ৭ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় এই বৈঠক হবে।

সোমবার (৫ ডিসেম্বর) গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ১৫ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনা করে গণতন্ত্র মঞ্চ। ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির সূত্র জানায়, বুধবারের বৈঠকে বিএনপির প্রভাবশালী নেতারা অংশগ্রহণ করবেন। সূত্রের দাবি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের লক্ষ্যে দেওয়া ১০ দফাকে কেন্দ্র করে আলোচনা করেছে গণতন্ত্র মঞ্চ। এই আলোচনায় বিএনপির প্রস্তাবগুলো নিয়ে পর্যালোচনা করে আরও কিছু প্রস্তাব যুক্ত করা হয়েছে, যা বিএনপির সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে তোলা হবে।

বিএনপির দেওয়া প্রস্তাব ও নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে সোমবার দুপুর ১২টা থেকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন—বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান।

মঞ্চের পক্ষে সাকিব আনোয়ার জানান, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এসময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান মঞ্চের নেতারা।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ