রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপি। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন দলগুলোকে নিবন্ধন দিতে যাচ্ছে। শিগগিরই তাদের অনুকূলে নিবন্ধন দেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ‘আপিলেড ডিভিশন থেকে তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।’
সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব দলটিকে নিবন্ধন দেওয়া হবে বলেও জানান এই কমিশনার।
একই ধরনের নামে একাধিক দল কোনও সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। দল তো দুটো। তাছাড়া আরও অনেক দল আছে এরকম। যেমন- জাসদ।’
কমিশন থেকে নিবন্ধন দিলে এরকম কোনও কনফ্লিক্ট হবে কিনা জানতে চাইলে আলমগীর বলেন, ‘এখানে আমাদের কিছু বলার নেই। সর্বোচ্চ আদালত থেকে সিদ্ধান্ত নিয়েছে। আদালতের নির্দেশ আমরা মানতে বাধ্য। সর্বোচ্চ আদালতের নির্দেশের বাইরে যাওয়ার কোনও সুযোগ আমাদের নেই। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। তাদের প্রতীক হবে সোনালী আঁশ। আদালতের নির্দেশের পর এর মাঠের হিসাব দেখার কোনও সুযোগ নেই।’
তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব তাদের নিবন্ধন দেওয়া হবে। কারণ, আদালতের সর্বশেষ নির্দেশনা পাওয়ার পরে দেরি করার কোনও সুযোগ নেই।’
যাচাই-বাছাই না করে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া প্রশ্নে তিনি বলেন, ‘যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়ার ক্ষমতা আমাদের। আবার আদালতের নির্দেশনা মানতে আমরা বাধ্য। আদালতের নির্দেশের পর এখানে যাচাই করার কোনও প্রয়োজন নেই। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত দিয়েছে।