X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রেজা কিবরিয়ার সঙ্গে গণঅধিকারের আচরণ ন্যক্কারজনক: ইনসাফ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ১৫:৩০আপডেট : ২১ জুন ২০২৩, ১৬:২৪

জাতীয় ইনসাফ কায়েম কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বারবারই বলেছি— জাতীয় ইনসাফ কমিটি কোনও রাজনৈতিক দল নয়। এই সংগঠনটি ২০১২ সালে খালেদা জিয়ার প্রেরণায় সম্পূর্ণ নির্দলীয় সংগঠন হিসেবে গড়ে তোলা হয়। এটি সম্পূর্ণভাবে একটি মানবাধিকার সংগঠন। মানবাধিকার সংগঠন হিসেবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিন্দুমাত্র কোনও প্রতিযোগিতা নাই।’

ইনসাফ কমিটি বিবৃতিতে আরও জানায়, ‘আমরা আশা করবো গণঅধিকার পরিষদ তাদের বিভ্রান্তি ও অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে উঠবে।’

বুধবার (২১ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এদিন দুপুরে এই বিবৃতি নিজের ফেসবুকেও শেয়ার করেন সংগঠনের আহ্বায়ক কবি ও চিন্তক ফরহাদ মজহার। 

‘গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কে জাতীয় ইনসাফ কায়েম কমিটির বিবৃতি’ শীর্ষক শিরোনামে বলা হয়েছে, ‘সম্প্রতি গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ বিবাদে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক। নিজেদের অভ্যন্তরীণ বিবাদকে ধামাচাপা দেবার জন্য জাতীয় ইনসাফ কায়েম কমিটিকে অপ্রাসঙ্গিকভাবে টেনে আনা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত এবং অন্যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

জাতীয় ইনসাফ কায়েম কমিটির সভায় বক্তব্য রাখছেন ফরহাদ মজহার (ফাইল ফটো) এতে বলা হয়, ‘আমাদের কর্মসূচিতে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানাই। সেই সুবাদে গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি এসেছেন বলে আমরা তার কাছে কৃতজ্ঞ। এর মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বাস্তবায়নের প্রতি তার সংকল্প ও অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করেছে।’

‘কিন্তু জাতীয় ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠানে তার অংশগ্রহণকে অজুহাত হিসেবে ব্যবহার করে গণঅধিকার পরিষদ তাদের অভ্যন্তরীণ কোন্দলকে যেভাবে নগ্ন উপায়ে উন্মোচন করেছে, তা ন্যক্কারজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন ইনসাফের নেতারা।

বিবৃতিতে বলা হয়, ‘কোনও কিসিমের গণবিরোধী, মানবাধিকারবিরোধী এবং ক্ষমতাসীন ফ্যাসিস্ট শক্তির দোসরের অপপ্রচারে জাতীয় ইনসাফ কায়েম কমিটিকে টলানো যাবে না। ভিত্তিহীন অভিযোগ অনৈতিক এবং বিদ্যমান ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে সজ্ঞানে দ্বিধাবিভক্ত করার তৎপরতা। আমরা এদের নিন্দা করি।’

‘ফ্যাসিস্ট শক্তি ও ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের সবার কাজ হওয়া উচিত, বিভক্তি ও বিভাজন নয়। আজগুবি ও ভিত্তিহীন  অভিযোগ জাতীয় ইনসাফ কায়েম কমিটির প্রস্তাবনাকে সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার অক্ষমতা বলেই আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই’ বলা হয় বিবৃতিতে।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দুর্নীতিবাজ নেতৃত্ব দিয়ে দেশের পরিবর্তন হবে না: নুর
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
বিএনপির দিকে তাকিয়ে নেতারাআন্দোলন পুনর্গঠনে সরকারবিরোধী দল ও জোট
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে