X
বুধবার, ২৬ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ১৬:৪৭আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৬:৫৭

ডেঙ্গু রোগের বিস্তারের জন্য স্বাস্থমন্ত্রী ও ঢাকার দুই সিটির মেয়রকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম)। 

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে তারা এ দাবি জানায়।

সমাবেশে সিপিবি (এম)’র সভাপতি ডা. এম এ সামাদ বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ও চিকিৎসায় সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে ২০০০ সালে ডেঙ্গু রোগী প্রথম শনাক্ত হয় ঢাকায়। বর্তমানে তা ৫৯টি জেলায় ছড়িয়ে পড়েছে। ২০১৮ সালে আক্রান্ত শতভাগ রোগীই ছিল ঢাকায় কিন্তু বর্তমানে প্রায় ৫০ ভাগ আক্রান্ত রোগী ঢাকার বাইরের জেলায়।’

তিনি বলেন, ‘ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটি করপোরেশন ১০২ কোটি টাকা এবং ২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ দিলেও তার কোনও প্রভাব ডেঙ্গুর বিস্তারের ওপর পড়েনি। উল্টো ডেঙ্গু রোগ বিস্তারকারী এডিস মশা এখন শুধু দিনে নয়, রাতেও কামড় দিচ্ছে। পরিষ্কার পানির পাশাপাশি ময়লা পানিতেও ডিম পাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কোনও কার্যকরী ব্যবস্থা নেয়নি।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যেখানে হাসপাতালে ভর্তি রোগী ছিল এক হাজার ১০০ জন, মৃত্যু তিন জন, সেখানে ২০২৩ সালে ওই একইসময়ে রোগী প্রায় ১২ হাজার এবং মৃত্যু ১০০ জন। এছাড়া জুলাই মাসের প্রথমে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১০ হাজার। ২০২৩ সালে ২৫ হাজার রোগী হাসপাতালে ভর্তি এবং প্রায় ১৫০ জন মৃত্যুবরণ করেছে। সরকার নীরবে সব দেখছে কোনও ব্যবস্থায় নিচ্ছে না।’

সিপিবি (এম)’র সভাপতি বলেন, ‘২০০০ সালে যখন ঢাকায় ডেঙ্গু রোগ প্রথম দেখা দিয়েছিল তখন থেকেই ঢাকা সিটি করপোরেশন ও সরকার গুরুত্ব দেয়নি। ফলে আজ সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এই এতো মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মৃত্যুবরণ করছে এর দায় ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না। ঢাকা সিটি করপোরেশনের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আজ ডেঙ্গু মহামারি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ডেঙ্গু নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক উপায়ে সমন্বিত উদ্যোগে সরকার ও সিটি করপোরেশনকে কাজ করতে হবে। ডেঙ্গু মহামারির দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলামের পদত্যাগ দাবি করছি। পদত্যাগ না করলে আগামীতে ঢাকাবাসী সিটি করপোরেশন ও মন্ত্রণালয় ঘেরাও করবে।’

পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান বলেন, ‘ডেঙ্গু মহামারিতে মানুষ মরছে, এর দায় সরকার ও সিটি করপোরেশনের। অবিলম্বে ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। ডেঙ্গু আক্রান্তদের সরকারি খরচে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার দাবি জানাচ্ছি।’

সমাবেশ আরও বক্তব্য রাখেন– পার্টির সহ-সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আল খালিদ, প্রচার সম্পাদনা তারেক ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে তোপখানা রোড হয়ে পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
পল্লবীতে আবাসিক ভবনে আগুন, নিহত ১
সড়ক ভবন-স্থাপনার নতুন নামকরণ করলো ডিএসসিসি
পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির ঈদ জামাত, ১০ হাজার মুসল্লির ব্যবস্থা
সর্বশেষ খবর
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
বাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়
শশরা ইউনিয়ন ভূমি অফিসবাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়