X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে বিদেশিরা হস্তক্ষেপ করছে: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৬:৪০আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:১৩

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে বিদেশিরা হস্তক্ষেপ করছে। দ্বন্দ্বের মীমাংসা না হলে দেশে গৃহযুদ্ধ হবে। এ জন্যই নতুন বন্দোবস্ত প্রয়োজন। সেটা হলো সরকারের পরিবর্তন।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-সংকট উত্তরণে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জোনায়েদ সাকি বলেন, ‘আমরা এক ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তে আছি। আগামী ২৭ জুলাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সমাবেশ করবো। ৫৩ বছরে দেশ যে রাজনৈতিক সংকটে নিপতিত হয়েছে, এই সমাবেশ নির্দেশ দেবে– আমরা তা থেকে বেরুতে পারবো কিনা।’

তিনি বলেন, ‘সরকারের কথা– ইলেকশন হবে তাদের অধীনে। তারা যা ইচ্ছা করবে। আমাদের কিছু আসন দেওয়া হবে। কিছুদিন আগে ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে নাকি সংবিধানের চরম লঙ্ঘন হবে।’

সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখন দুর্নীতি হয় মন্তব্য করে তিনি বলেন, ‘কেই কেউ বলেছেন, আওয়ামী লীগ সরকার চলে গেলে তারা বিচারের মুখোমুখি হবেন। এজন্য তারা সরকারকে টিকিয়ে রাখতে সবকিছু করছেন।’

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নির্বাচনকে দখলে রাখার সবরকম আয়োজন করেছে। গণপ্রতিনিধি আদেশ (আরপিও) করে ইসি নিজের অধীনে এনেছে। আবারও তারা ১৪-১৮ এর মতো নির্বাচন করবেন। তারা ক্ষমতায় থাকলে দেশের কোনও নাগরিক নিরাপদ নয়।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার বলেছে, ঢাকাকে অচল করতে দেওয়া যাবে না। তার মানে, সরকারের মনে ভয় ঢুকে গেছে, ঢাকা অচল হয়ে যেতে পারে। অথচ সরকার নিজেই ঢাকা অচল করে। ১৪-১৫ বছরে ক্ষমতায় থেকে সরকার দুঃশাসন চালাচ্ছে। দেশের সমস্ত মানুষ এখন তার অবসান চায়। প্রধানমন্ত্রী বলেছেন, ৭০ ভাগ জনগণের সমর্থন তার রয়েছে। এই পরিমাণ সমর্থন থাকলে একটা নিরপেক্ষ ভোট দেন। কিন্তু আপনারা সেটা দেবেন না। কারণ আপনারা জানেন, পতনের ঘণ্টা বেজে গেছে।’

তিনি বলেন, ‘বিএনপির সমাবেশে এখন বানের পানির মতো মানুষ নামে। এক দফা আন্দোলনে আমরা মাঠে নামবো। রাষ্ট্র সংস্কারই এখন মূল আন্দোলন। আমরা সুন্দর একটা সমাজ গড়তে চাই। মানুষ যেন মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারে। লড়াইটাকে চূড়ান্ত পর্যায়ে নিতে চাই, সমাজ বদলে দিতে চাই।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘সরকারের বদল হয়, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। দেশে এখন একটা ফ্যাসিবাদী সরকার আছে, যারা সংবিধান মানে না। ৩১ দফা মূলত এক দফাতেই নিয়ে এসেছি। যেখানে আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবি করেছি।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘ফ্যাসিবাদ যেভাবে আমাদের ঘাড়ে চেপে বসেছে, সেটা নির্মূল করতে হবে। এ পর্যন্ত যতবার সরকার বদল হয়েছে, তাতে কিন্তু মানুষের অবস্থানের পরিবর্তন হয়নি। আজকে ব্যবসায়ীরা ফ্যাসিবাদকে সমর্থন করছে। একটা কথা মনে রাখতে হবে, ফ্যাসিবাদ কখনও টিকে থাকতে পারেনি। হিটলার, মুসোলিনি, আইয়ুব খান কাউকেই ব্যবসায়ীরা রক্ষা করতে পারেনি। জনগণ আর এই সরকারকে চায় না। তাই তাদের বিরুদ্ধাচারণ করে আপনারা পার পাবেন না। ৩১ দফাকে আমরা গণঅভ্যুত্থানে রূপ দেবো।

রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘দেশে এখন গণতান্ত্রিক লড়াই চলছে। এখন আমাদের এক দফায় একটা কথা উঠে আসে– সরকার ভেঙে দিতে হবে।’

সভাপতির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমি আশঙ্কা করছি, ২৭ জুলাই বিরোধী দলগুলোর যে শান্তিপূর্ণ সমাবেশ হবে, ওই সমাবেশের মাধ্যমে সারা দেশের মানুষ সরকারের পদত্যাগের আহ্বান জানাবে। আওয়ামী লীগ ঘোলাটে পরিস্থিতি তৈরি করে তাদের ক্ষমতাকে টিকিয়ে করতে চাইবে। তাই আমি আজ আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে সব বিরোধী দল, দেশবাসী ও জনগণের কাছে বার্তা দিতে চাই– সরকারি কোনও উস্কানিতে আমরা পা দেবো না। কোনও সহিংসতায় পা দেবো না। কারণ দেশের ১৭-১৮ কোটি মানুষের প্রাণের দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, এই অবৈধ ভোট ডাকাতির সংসদ বাতিল করতে হবে।’

সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

/এএজে/আরকে/
সম্পর্কিত
নৌকা নিয়ে সরকারের এখন মানুষের কাছে যাওয়ার সাহস নেই: আমির খসরু
বিএনপির দিকে তাকিয়ে নেতারাআন্দোলন পুনর্গঠনে সরকারবিরোধী দল ও জোট
বান্দরবানে সশস্ত্র তৎপরতা জাতীয়-জননিরাপত্তার জন্য হুমকি: গণতন্ত্র মঞ্চ
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ