X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘মানুষের পেটে আগুন-মার্কেটেও আগুন, দায় এড়াতে পারে না সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বুধবার দিবাগত রাত ৩টায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লেগেছে। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নেভে নাই। কিছুদিন পরপর মার্কেটগুলোতে আগুন লাগছে। মানুষ সর্বস্ব হারাচ্ছে। একদিকে মানুষের পেটে আগুন অন্যদিকে মার্কেটে আগুন, এর দায় সরকার এড়াতে পারে না।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সচিবালয় অভিমুখে বিক্ষোভের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘প্রতিদিন ডেঙ্গুতে দুই থেকে তিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। ২০ থেকে ২৫ জন করে মারা যাচ্ছে। অথচ ঢাকার দুই মেয়র চীন থেকে নাকি ভেজাল ওষুধ কিনেছে। যে ওষুধে মশা মরে না। আমি জিজ্ঞেস করতে চাই, এই মেয়রদের কাজটা কী? যে মেয়ররা মশা মারতে পারে না। যে স্বাস্থ্যমন্ত্রী মশা মারতে পারে না তাদের কেন রেখে দিতে হবে? অনতিবিলম্বে এই দুই মেয়রকে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে তাহলে তাদের বহিষ্কার করা হোক। স্বাস্থ্যমন্ত্রী যিনি মাঝে মাঝে হেসে হেসে কথা বলেন তারও পদত্যাগ আমরা দাবি করছি।’

যে সরকার মশা মারার ব্যবস্থা করতে পারে না তারা কীভাবে দেশ চালাবে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘সরকার কীভাবে দেশের জনগণকে রক্ষা করবে। এই সরকারেরও পদত্যাগ দাবি করছি। গতকাল সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দিয়ে সাইবার নিরাপত্তা আইন পাস হয়েছে। সেই আইনে একটি ধারায় পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া যে কাউকে গ্রেফতার করতে পারবে, অনুসন্ধান করতে পারবে। কোনও সভ্য গণতান্ত্রিক দেশ এ ধরনের আইন করে না। এই আইনে সাংবাদিকতা ও ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে। তাই এই আইন বাতিলের দাবি জানাচ্ছি।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এই সাইবার আইন আপনাকে রক্ষা করতে পারবে না। আওয়ামী লীগ এক সময় মানুষকে ভোট ও ভাতের প্রতিশ্রুতি দিয়েছিল। সে সময় তাদের সমর্থন দিয়েছিল জনগণ। কিন্তু আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটা দল হিসেবে মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে চলে গেছে। তাই এই সরকারকে অনতিবিলম্বে বিদায় করতে হবে। তারা যদি বিদায় না নেয় দেশের বিরোধী দলগুলো এবং জনগণ রাজপথে আছে তা‌দের বিদায় করার জন‌্য।’

সমা‌বে‌শে আরও ছিলেন ঢাকা মহানগর বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস‌্য কবি জামাল সিকদার, সাইফুল ইসলাম, রাশিদা বেগম, রাজনৈতিক পরিষদের সদস্য মোশতাক, আনসার আলী দুলাল, আবু হাসান টিপু প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ