X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অবরোধে দোকানপাট ও গাড়িঘোড়া সব বন্ধ থাকবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৯:২৮

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন, আগামী তিন দিন অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আমাদের কর্মসূচি লিফলেট বিতরণ চলবে। আগামী ২৪ তারিখ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। তার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। অবরোধ মানে অবরোধ। দোকানপাট, গাড়িঘোড়া সব বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ (নুর) আয়োজিত সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ‘‘আজ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য ক্যাঙ্গারু কোর্ট ব্যবহার করা হচ্ছে। যে কারণে বিরোধী দলের নেতাকর্মীদের কোর্টে হাজিরা না দিতে বলা হয়েছে। যতদিন পর্যন্ত না দেশে আইনের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি, ততদিন পর্যন্ত এই ক্যাঙ্গারু কোর্টকে প্রত্যাখ্যান করবো।’’

তিনি বলেন, ‘হরতাল-আন্দোলন, এরপর অসহযোগ আন্দোলন ছাড়া এই দেশকে রক্ষা করার আর কোনও পথ নেই। অর্থনীতিবিদরা, বুদ্ধিজীবীরা বারবার বলছেন শেখ হাসিনার একগুঁয়েমির কারণে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। কিন্তু তার কর্ণপাত হচ্ছে না। তিনি তার ক্ষমতা ধরে রাখবেন। দেশ গোল্লায় যাক, দেশের জনগণ গোল্লায় যাক, তাতে তার কিছু যায় আসে না। শুধু একজন ব্যক্তির কারণে এই দেশ ধ্বংসের দিকে যাবে, দুর্ভিক্ষের দিকে যাবে, এটা হতে দেওয়া যাবে না। দেশকে রক্ষা করার জন্য ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি অলিগলিতে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে, তা অব্যাহত থাকবে।’

এসময় সভায় গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতিবাজ নেতৃত্ব দিয়ে দেশের পরিবর্তন হবে না: নুর
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
বিএনপির দিকে তাকিয়ে নেতারাআন্দোলন পুনর্গঠনে সরকারবিরোধী দল ও জোট
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ