X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মানুষ এই সরকারকে টিকতে দেবে না, গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ২২:১৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২৩:১০

সরকার ভাবছে তারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় টিকে গেলো। ২০২৮-২৯ সাল এলে আবার নির্বাচনের কথা বলবে। কিন্তু বাংলাদেশের মানুষ এদের পাঁচ বছর টিকতে দেবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংসদ নির্বাচন বাতিল করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তারা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ৭ তারিখে কোনও নির্বাচন হয়নি। সেদিন যা হয়েছে সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া। একটি দল নিজেরা নিজেরা নির্বাচন করেছে, সেটাকে ভোট দেওয়া বলে না।

তিনি বলেন, ক্ষমতা থেকে নামলে এই দলটির অস্তিত্ব থাকবে কিনা সেটাই এখন মানুষের প্রশ্ন। যতক্ষণ এই ডামি নির্বাচন আর সংসদ নিয়ে তারা ক্ষমতায় আছে, ততক্ষণ তারা আমাদের জীবন নাশ করে দেবে।

সাকি বলেন, তারা ভাবছে পাঁচ বছরের জন্য টিকে গেলো, ২০২৮-২৯ সাল এলে আবার নির্বাচনের কথা বলবে। বাংলাদেশের মানুষ এদের পাঁচ বছর টিকতে দেবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার দ্রুত বিচার আইনকে স্থায়ী করার ব্যবস্থা করছে। তার অর্থ হচ্ছে, দ্রুত বিচার আইনের মধ্য দিয়ে বিএনপিসহ গণতন্ত্র মঞ্চ, সরকারের রাজনৈতিক বিরোধী দলগুলোকে বিচারের নাম করে দ্রুত জেলখানায় পাঠানোর জন্য এই আইন স্থায়ী করা হচ্ছে। এই সরকার এখন বিচার ব্যবস্থাকে অবলম্বন করে কোনোমতে বেঁচে থাকার চেষ্টা করছে। এভাবে তারা বেশি দিন বেঁচে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, দেশের সব বিরোধী দল কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে রাজপথে আবার এসে দাঁড়িয়েছে। এই রাজপথে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ গণআন্দোলন আকারে দেখা দিতে পারে। আমরা এই লড়াইয়ে বিজয়ী না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারকে উদ্দেশ করে বলেন, এ সরকার যতই বড়াই করুক না কেন, পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না। ওরা (সরকার) মনে করে ওদের সবাই সালাম দেবে। তিন মাস পরে আপনাদের পায়ে সবাই বেল্ট পরাবে। আপনারা (সরকার) যতই মনে করেন, ক্ষমতা এবং দাপটের সঙ্গে চালাবেন, কিন্তু আপনারা ক্ষমতা চালাতেও পারবেন না।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ মঞ্চের নেতারা।

/এএজে/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বান্দরবানে সশস্ত্র তৎপরতা জাতীয়-জননিরাপত্তার জন্য হুমকি: গণতন্ত্র মঞ্চ
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়