X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

দুর্নীতি-দুঃশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছে: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ২৩:৫৫আপডেট : ১৪ জুন ২০২৪, ০০:০৪

এবি পার্টি আহ্বায়ক, সাবেক সচিব সোলায়মান চৌধুরী বলেছেন, সরকারের দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের সকল প্রতিষ্ঠান আজ অকার্যকর হয়ে পড়েছে। পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের বিরাট একটা অংশ এই অনৈতিক কর্মযজ্ঞে জড়িয়ে পড়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে যারা সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক তারা বঞ্চিত, অবহেলিত ও অপমানিত হয়ে নিরুৎসাহ বোধ করছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এবি পার্টিতে যোগ দেওয়া কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে সোলায়মান চৌধুরী আরও বলেন, ‘দেশকে দেউলিয়া করতে আওয়ামী সরকার বেপরোয়া লুটপাটনীতি চালাচ্ছে এবং তা অব্যাহত রাখার জন্য আরও নির্লজ্জ পরিকল্পনা হাতে নিয়েছে।’

সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এবি পার্টিতে যোগদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সততা ও অভিজ্ঞতার গতিশীলতা দিয়ে রাজনীতি পুনর্গঠন করতে পারলে দেশকে নতুন করে মেরামত করা সম্ভব। নবাগতরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দলের সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে.কর্নেল (অব.) হেলাল উদ্দিন ও অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব এম.এম সুলতান মাহমুদ সম্প্রতি এবি পার্টিতে যোগ দিয়েছেন। আজ তাদের সংবর্ধনার আয়োজন করা হয়। 

দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু'র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নবাগতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, জননেতা বিএম নাজমুল হক ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে নতুনদের বরণ করে নেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
রাজনীতিক, কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে এবি পার্টির ইফতার
সরাসরি ভোটে রাষ্ট্রপতি চায় এবি পার্টি, দ্বিকক্ষ সংসদে আপত্তি
ইনসাফ ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে: মোখলেসুর রহমান 
সর্বশেষ খবর
গাজায় ভূমি দখলের হুমকি ইসরায়েলের
গাজায় ভূমি দখলের হুমকি ইসরায়েলের
বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই সন্তানের বাবার বিরুদ্ধে
বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই সন্তানের বাবার বিরুদ্ধে
ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে রাজধানীতে যৌথ অভিযান
ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে রাজধানীতে যৌথ অভিযান
মোহাম্মদপুরে সারজান হত্যা মামলার আসামি গ্রেফতার
মোহাম্মদপুরে সারজান হত্যা মামলার আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান