X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর দায় চাপানো নতুন রাজনীতি: ইনকিলাব মঞ্চ

ঢাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি বলেছেন, দেশে আইনশৃঙ্খলার ভঙ্গুর দশা। একজন উপদেষ্টাও নাই যার সৎ সাহস আছে— সে বলবে যদি তোমরা কাজ না করো, তোমাদের সব দুর্নীতি ফাঁস করে দিয়ে আমি পদত্যাগ করবো। স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর দায় চাপিয়ে দেওয়ার একটা নতুন রাজনীতি শুরু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘জনতার নিরাপত্তাহীনতা তৈরি করে জুলাইয়ের বাংলাদেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

সম্মেলনে ওসমান বিন হাদি বলেন, সরকারের একটি অংশ প্রতিদিন টপ-সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে। আমরা দেখেছি, বিএনপি জামায়াতের নেতারা তাদের মায়ের জানাজার সময়ও হাত পায়ে বেড়ি বেঁধে নিয়ে আসতো, সেখানে আওয়ামী লীগের নেতারা যখন আদালতে হাজিরা দিতে আসেন, তাদের দেখে মনে হয় তারা পিকনিক করতে আসছেন। তারা হেসে-খেলা পিকনিক মুডে এসে হাজিরা দেন। আর যারা অভ্যুত্থান করেছে এখন তারা প্রত্যেকেই হত্যার হুমকির মধ্যে আছে। এটার দায় একক স্বরাষ্ট্র উপদেষ্টার নয়, এই সরকারের সবার।

ওসমান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেকে কচুক্ষেত অথবা জলপাই পলিটিক্স বলছে, কিন্তু কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে নাম ধরে দোষারোপ করছে না। আমরা গুমের দিনগুলো পার হয়ে এসেছি এখন আমরা শুধু শহীদ হওয়ার অপেক্ষায় আছি। শহীদ হওয়ার আগে একটি ইনসাফের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

এসময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বলেন, হাতে ধরি আর পায়ে ধরি বা যাই ধরি, কী করলে তিনি দায় নিয়ে পদত্যাগ করবেন এবং একটি নতুন সংস্কৃতি তৈরি করবেন— তা জানান। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখে আরও কয়েকজন উপদেষ্টা এই খেলা খেলছেন বলে আমরা জানতে পেরেছি। যাতে সমস্ত দায়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর দিয়ে যায়।

আসিফ নজরুল কত টাকার বিনিময়ে টেরোরিস্টদের জামিন দিচ্ছেন, প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি জামায়াতের আমলে চিহ্নিত এক ডজনের বেশি টেরোরিস্ট এবং ইন্টারপোল থেকে রেড অ্যালার্ট জারিকৃত টেরোরিস্টরা জামিনে মুক্তি পেয়েছে। অনেকে আবার বিদেশ থেকে বাংলাদেশে ফিরে চাঁদাবাজি শুরু করেছে। এরা কী করে ছাড়া পেয়েছে? এদের স্বরাষ্ট্র উপদেষ্টা জামিন দেয়নি। আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তারা কীভাবে জামিন পায়? তিনি কত শত কোটি টাকার বিনিময়ে অথবা নির্বাচনে কোন পদ পাওয়ার আশায় সন্ত্রাসীদেরকে ছেড়ে দিলেন, তা আমরা জানতে চাই।

এসময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

/এমকেএইচ/
সম্পর্কিত
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
সৈয়দপুর বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ
‘আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে’
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ