বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে দল গঠনের উদ্দেশ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন সাবেক শিবির নেতা আলী আহসান জোনায়েদ এবং রাফে সালমান রিফাত। তবে শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দেওয়া থেকে বিরত থাকেন এই দুই নেতা। এবার তাদের নেতৃত্বেই আসছে নতুন রাজনৈতিক দল।
জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক নেতা আলী আহসান জোনায়েদ।
রবিবার (১৬ মার্চ) জোনায়েদ তার ফেসবুকে একটি পোস্টে এই উদ্যোগের কথা জানান। পাশাপাশি দলে যুক্ত হতে একটি গুগল ফরম সংযুক্ত করে আগ্রহীদের আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে জোনায়েদ বলেন, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান— এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে।
এই পরিস্থিতিতে, আমরা জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণ-অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চান বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি। ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।
এই পোস্টের গুগল লিংক শেয়ার দিয়েছেন আরেক সাবেক শিবির নেতা রাফে সালমান রিফাতও। তিনি লেখেন, হাজার কমেন্টের ভিড়ে গুগল ফর্মের লিংকটা হারিয়ে যাচ্ছে বারবার। তাই পোস্টে সংযুক্ত করে দিলাম। যারা আমাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে চান ফর্ম পূরণ করে ফেলুন।