কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়ন নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, স্বৈরাচার সরকারের আমলে দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দিয়ে গেজেট পাস করা হলেও এর আইনি ও নৈতিক দিকগুলো এখনও অস্পষ্ট। তাই স্বীকৃতি পেলেও যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়ন অধরাই রয়ে গেছে। উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি, গবেষণা ও পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রে কওমি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। যা হতাশাজনক। অপরদিকে রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীলরাও কওমি শিক্ষার উন্নয়নে আশানুরূপ পদক্ষেপ নেননি।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, কওমি শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে স্বীকৃত যোগ্যতা হিসেবে বিবেচিত না হওয়ায় কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে। উচ্চশিক্ষার সুযোগ সীমিত থাকায় আধুনিক গবেষণা, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না। আমরা চাই, কওমি শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধাকে তুলে ধরার সুযোগ পাক। উচ্চশিক্ষার কেন্দ্রগুলোতে ও প্রতিযোগিতায় তারা বাধাহীন অংশগ্রহণ করুক। তাদের সমাজের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করার সুযোগ যেন কেউ না পান। তবেই দেশ ও জাতি তাদের দিয়ে আরও বেশি উপকৃত হবে।