X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১৯:০৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২০:০৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার চাই। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে আমাদের অবস্থান। যিনি একবার প্রধানমন্ত্রী হবেন, পরবর্তী সময়ে তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল পৌনে ১১টায় শুরু হওয়া ওই বৈঠক দুপুরে মধ্যাহ্ন বিরতি দিয়ে চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।

নাহিদ ইসলাম বলেন, আমরা একটি মৌলিক সংস্কারের কথা বলেছি, যার মাধ্যমে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ হবে। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত। আমরা এর মধ্যে ভারসাম্য রক্ষার প্রস্তাব করেছি। প্রধান বিচারপতিসহ সাংবিধানিক নিয়োগগুলো বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থবিল, নারীর ক্ষমতায়ন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।’

বিদ্যমান সংবিধানের মূলনীতি বাতিলের দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এসব মূলনীতির কতটুকু সমন্বয় রয়েছে, তা বিবেচনার কথা বলেছি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গে দলীয় মূলনীতি সন্নিবেশ করা হয়েছে। তাই বিষয়টি নিয়ে আমাদের আপত্তি। এর বাইরেও স্বাধীন কমিশন গঠন করে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘নারীদের জন্য ১০০টি আসনের মধ্যে প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা রাখার কথা বলেছি। তবে ভোটের প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ছাড়াও ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটওয়ারী, সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও নাহিদা সারোয়ার নিভা।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট