X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, প্রশ্ন মান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ এপ্রিল ২০২৫, ১৫:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:৪১

কীভাবে ঈদযাত্রা ভালো করা যায়, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জাদু দেখিয়েছেন’ উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কিন্তু রাজনৈতিক বিতর্কে কী জাদু দেখাবেন? এটা তো জানি না; সেজন্যই এখানে বিষয়টা ওপেন রাখা ভালো।’

মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন পর্যন্ত চার বার ডেকেছেন বিভিন্ন ইস্যুতে। কিন্তু তিনি একবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেনি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে।

তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে বলেছি, যেমন করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে, প্রতিনিধি সম্পর্কে; আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই। তবে অনেক প্রস্তাবে আমরা একমত হয়েছি। আর যেসব প্রস্তাবে একমত নই সেসব নিয়ে আমরা কথা বলতে থাকবো তাদের সঙ্গে।’

রাষ্ট্রের মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এখনও অনেকেই আছেন সমাজতন্ত্র রাখার পক্ষে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে মনে করি সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। রাশিয়া এবং পুরো পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের ধস নামার পরে, পতনের পরে সমাজতন্ত্র মূলনীতি হওয়ার কোনও কারণ নেই।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পিপলস রিপাবলিককে আবার বাংলায় প্রজাতন্ত্র করেছে। এই প্রজা বলতে আবার আমার ভালো লাগে না। প্রজাতন্ত্র কেন হবে? এই বিতর্কে আমেরিকা যে রেস্ট্রিকশন দিয়েছে, তার কারণে গার্মেন্টস ডুবে যায় কী না কে জানে। ওতে কোন সাহায্য হচ্ছে না। আমার অর্থনৈতিক অগ্রগতিকে এই সমস্ত বিতর্ক, এটা সংস্কারের নাম করে এতই ফোকাস হয়ে গেলো, এতই আমাদের কাছে প্রধান হয়ে গেলো, প্রণিধান যোগ্য হয়ে গেল, এইটা এই জাতির অগ্রগতির জন্য, বিষয়টা এরকম নয়।

তিনি আরও বলেন, ড. ইউনূস আমাদের জাদু দেখিয়েছেন। কেউ কল্পনা করতে পেরেছেন যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম কমাতে পারবে। আমরা এতো স্মুথলি যেতে পারবো। কিন্তু তারপরও সবাই মিলে যদি বলেন উনাকে (ড. ইউনূস) পাঁচ বছর থাকুক বিনা ভোটে; সেটা কি ঠিক হবে? আমি বলতে চাই উনি আমাদের জাদু দেখিয়েছেন। কিন্তু পলিটিক্স ইজ কমান্ডার অব দিস ফাইটিং। আজকে ভালো লাগবে, কিন্তু কালকে যখন খারাপ লাগবে তখন? তখন হবে যে, আজকে গলাগলি কালকে গালাগালি। এটা করবো কেন আমরা? 

ইবাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আরিফুর রহমানের সভাপতিত্বে ও গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
দেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে: মান্না
আ.লীগ জনগণের সামনে দাঁড়াতে পারবে, সেই সম্ভাবনা দেখি না: মান্না
পুলিশের মানসিকতা ও কাজের কোনও পরিবর্তন হয়নি: মান্না
সর্বশেষ খবর
সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া