X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শীতার্ত মানুষের পাশে মুসলিম রিসার্চ সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৭:৪৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৭:৪৩

পঞ্চম ধাপে উত্তরবঙ্গ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের পর এবার পটিয়ার শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মুসলিম রিসার্চ সেন্টার ইসলাম বিষয়ক শিক্ষা-গবেষণা ও মানব সেবামূলক প্রতিষ্ঠান মুসলিম রিসার্চ সেন্টার (এমআরসি)। মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে একটু উষ্ণতার আমেজ ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। এছাড়াও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নূর মঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন, যুবলীগ নেতা গোলাম কাদের, মোহাম্মদ ফোরকানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পটিয়ার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক বলেন, “মাঘের শুরুতে হঠাৎ জেঁকে বসা এই হাড় কাঁপানো শীতের মধ্যে মুসলিম রিসার্চ সেন্টার যেভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে, অন্যদের জন্য সেটি অনুকরণীয় হয়ে থাকবে। মানবতাবাদী এই উদ্যোগ গ্রহণের জন্য বরেণ্য সাংবাদিক অশোক চৌধুরী এবং এমআরসি-এর কর্নধার মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুনকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতেও এমআরসি এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছি।   

এমআরসি এর কম্বল বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, “শীতের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে এমআরসি। অত্যাধিক শীতপ্রবণ হওয়ায় উত্তরের জেলাগুলোতে গরমকাপড় বিতরণের মধ্য দিয়ে নিজেদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। ধারাবাহিকভাবে দেশের সুবিধাবঞ্চিত মানুষদের নিজ সামর্থ্যর মধ্যে সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটি।

এমআরসি জানায়, কোরআন ও হাদিসের ওপর ‍উন্নত গবেষণা, ইসলামী প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবছর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মুসলিম রিসার্চ সেন্টার (এমআরসি)। প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সবার কাছে ইসলাম সম্পর্কিত দরকারী তথ্য সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। চলমান করোনা মহামারীর মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি বিপদগ্রস্ত আলেমদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত পুরাতন মসজিদ ও এতিমখানা সংস্কার, সঠিক নিয়মে কোরআন শিক্ষা, মৃতদেহ দাফন ও ইসলামী পরামর্শ প্রদান সহ নানামুখী সামাজিক কাজ করে যাচ্ছে মুসলিম রিসার্চ সেন্টার।

 

/এসও/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড