X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এসএএফের সহযোগিতায় চমেকে করোনা টেস্টিং বুথ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ১৬:২৩আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৬:২৩

মহামারি মোকাবিলায় নিয়োজিত চিকিৎসকদের করোনা পরীক্ষার সহায়তায় এগিয়ে এসেছে সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ)। ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শাহ্ আলম বীর উত্তম মিলনায়নে করোনা বুথ স্থাপন করা হয়েছে। এ বুথের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে চমেক শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করা হয়। এসময় চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চমেক শিক্ষক সমিতির সভাপতি ডা. মনোয়ার উল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামিস্ট ও ইসলামী গবেষক আহমদুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সায়মন উপস্থিত ছিলেন।

সম্মুখসারির চিকিৎসকদের জন্য আলাদা বুথ স্থাপনে সহযোগিতা করায় চমেক শিক্ষক সমিতির পক্ষ থেকে সালমা আদিল ফাউন্ডেশনকে সাধুবাদ জানানো হয়। চিকিৎসকদের সুবিধার্থে স্থাপিত হলেও নির্দিষ্ট সংখ্যক সাধারণ মানুষও এই বুথে করোনা স্যাম্পল প্রদান করতে পারবেন বলে জানা গেছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা আদিল বলেন, ‘চট্টগ্রামের সন্তান হিসেবে যেকোনও বিপদে আমি স্থানীয়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জাতির এই দুঃসময়ে নিজের জীবনকে বাজি রেখে যারা জনসেবা করে যাচ্ছেন, সম্মুখসারির সেইসব চিকিৎসকদের করোনা স্যাম্পল প্রদানকে আরও সহজ করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

করোনা সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ)। মহামারি সময়ে দেশের হাজারো অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করেছে এ ফাউন্ডেশন। লকডাউনের ফলে উপার্জনহীন মানুষদেরকেও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়াও চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সম্মুখসারিতে কর্মরত পেশাজীবীদের মধ্যে পিপিইসহ অন্যান্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ, ঢাকা ও চট্টগ্রামে বিনামূল্যে করোনা স্যাম্পল গ্রহণ এবং করোনায় মৃত ব্যক্তিদের দাফনেও সহায়তা দিয়ে আসছে সালমা আদিল ফাউন্ডেশন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?