X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

ফের শুরু হচ্ছে ফুডপ্যান্ডা’র সেলিব্রেটি কুকিং শো

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২৩:৫৫

জনপ্রিয় সেলিব্রেটি ও শীর্ষস্থানীয় রেস্টুরেন্টের শেফ/মালিকদের অংশগ্রহণে কুকিং শো ‘ফর দ্য লাভ অব ফুড’-এর দ্বিতীয় সিজন শুরু হতে যাচ্ছে। রবিবার (২৮ নভেম্বর) থেকে এনটিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করবেন নুহাশ হুমায়ুন। সিজন-২-তে তামিম ইকবাল,চঞ্চল চৌধুরী, রাফিয়াথ রশিদ মিথিলা এবং সিয়াম আহমেদ অংশগ্রহণ করবেন।

চার পর্বের অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত এনটিভিতে সম্প্রচারিত হবে। টিভিতে সম্প্রচারের পর প্রতিটি পর্ব ফুডপ্যান্ডা’র ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করা হবে,যাতে দর্শকরা তাদের প্রিয় সেলিব্রেটিদের নিজেদের পছন্দের খাবার রান্না করতে দেখতে পারেন। 

গত বছর আয়োজিত ‘ফর দ্য লাভ অব ফুড’র (এফটিএলওএফ) প্রথম সিজনটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং শুধু ফেসবুকেই এর এক কোটির বেশি ভিউ হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভোজন রসিকরা তাদের প্রিয় সেলিব্রেটিদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানার পাশাপাশি, বিভিন্ন রেস্টুরেন্টের মালিকদের সঙ্গে নিজেদের পছন্দের খাবার তৈরি করতে ও দেখতে পারবেন।

এবারের আয়োজনে মোট চারটি পর্ব থাকবে, যেখানে ঢাকার সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মালিক এবং বিভিন্ন সেলিব্রেটিরা অংশগ্রহণ করবেন এবং তাদের পছন্দের খাবার রান্না করবেন। অনুষ্ঠান চলাকালীন গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিলসহ তাদের পছন্দের খাবার কিনতে প্রোমো কোড প্রদান করা হবে।

সেলিব্রেটি অতিথিদের পাশাপাশি, ম্যাডশেফ, কাচ্চি ভাই ও বারকোড গ্রুপের মেজ্জান হাইলে আইয়ুন এর জনপ্রিয় রেস্টুরেন্টের শেফ/মালিকরা এ অনুষ্ঠানে খাবার তৈরি করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় ভিডিও নির্মাতা রাফসান শাবাব।

বিজ্ঞপ্তি

 

/আইএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ফিনল্যান্ড-সুইডেন ইস্যুতে ন্যাটো মহাসচিবের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
ফিনল্যান্ড-সুইডেন ইস্যুতে ন্যাটো মহাসচিবের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
ঢাকায় আইসিসি সভাপতি
ঢাকায় আইসিসি সভাপতি
হালদা থেকে ৩০০০ মিটার জাল জব্দ
হালদা থেকে ৩০০০ মিটার জাল জব্দ
মাংকিপক্স নিয়ে বন্দরগুলোতে নতুন নির্দেশনা জারি
মাংকিপক্স নিয়ে বন্দরগুলোতে নতুন নির্দেশনা জারি
এ বিভাগের সর্বাধিক পঠিত
উচ্চশিক্ষায় লোন দিচ্ছে ব্র্যাক ব্যাংক 
উচ্চশিক্ষায় লোন দিচ্ছে ব্র্যাক ব্যাংক 
‘বীরের মুখে বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন
‘বীরের মুখে বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন