আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অন্যতম সেরা কার্বোনেটেড বেভারেজ ব্র্যান্ড মোজো আয়োজন করেছে সম্পূর্ণ নতুন ধরনের এক ক্যাম্পেইন ‘হাম্বা ডাকো হাম্বা জেতো’। ১ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৭ জুলাই পর্যন্ত। শনিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্যাম্পেইনটি পরিচালিত হবে। গরুর হাম্বা ডাকের সঙ্গে হাম্বা ডেকে ১০০ শতাংশ ম্যাচ করতে পারলে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় ‘হাম্বা’। এছাড়াও কাছাকাছি ম্যাচ করতে পারলে পাবেন অসংখ্য পুরস্কার।
অনলাইনে অংশ নিতে mojohambadako.com -এ ভিজিট করে নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে গেমটি খেলতে হবে। অফলাইনে মোজোর অ্যাক্টিভেশন ভ্যান দেশের বিভিন্ন জেলা শহরে ঘুরে ঘুরে অ্যাক্টিভেশন পরিচালনা করবে। যে কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে ও অফলাইনে প্রতিদিন একটি করে ‘হাম্বা’ ও আরও অসংখ্য পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমগীর বলেন, ‘মোজোর প্রতিটি ক্যাম্পেইন হয় ভোক্তাদের কাছে অনেক আকর্ষণীয়। এটিও তার ব্যতিক্রম নয়। ঈদুল আজহা উপলক্ষে ‘মোজো হাম্বা ডাকো হাম্বা জেতো’ ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনের মতোই এটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাবো বলে আশা করছি।’