X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিকাশে রেমিট্যান্স পাঠিয়ে হিরার লকেট জিতলেন ২৮ প্রবাসী 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ১৭:০৯আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৭:১৮

দক্ষিণ কোরিয়া প্রবাসী মিজানুর রহমানের কাছে অনেকদিন ধরেই হিরার নাকফুল আবদার করে আসছিলেন তার স্ত্রী টুম্পা। সময়-সুযোগ মিলিয়ে সেই নাকফুল আর কেনা হয়নি। তবে স্ত্রীর বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়ে মিজানুর রহমান জিতে নিয়েছেন হিরার লকেট।

মিজান বলেন, ‘আমার বাড়ি কক্সবাজার। নিয়মিতই স্ত্রী, বাবা, ভাইয়ের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাই। যাকে পাঠাতে চাই তাকেই পাঠাতে পারি। আবার যখন প্রয়োজন ঠিক তখনই পাঠানো যায়। এজন্য বিকাশই ভরসা। বিকাশের ক্যাম্পেইন থেকে হিরার লকেট পেয়ে স্ত্রীর আবদার পূরণ করতে পেরে ভালো লাগছে।’

মিজান ছাড়া আরও ২৭ জন প্রবাসী বাংলাদেশি প্রতিদিন বিকাশের মাধ্যমে একক লেনদেনে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে জিতে নিয়েছেন হিরার লকেট। দেশে থাকা বিজয়ী প্রবাসীদের প্রিয়জনের হাতে লকেট তুলে দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ছিল এই আয়োজন। সারা বিশ্ব থেকে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে এ বছর ফেব্রুয়ারি মাসে ২৮ দিনের এই ক্যাম্পেইন পরিচালনা করে বিকাশ।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রবাসীদের প্রিয়জনরা জানান, বিকাশে রেমিট্যান্স পাঠালে প্রবাসে থাকা প্রিয়জনের সময় যেমন বাঁচে তেমনই তারাও ব্যাংকে না গিয়ে ঘরে বসেই নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রয়োজন মতো টাকা তুলতে পারেন। তাৎক্ষণিক ও ঝামেলামুক্ত এই রেমিট্যান্স সেবা নিরাপদ। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স গ্রহণে মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে থেকে মানি ট্রান্সফার সংস্থা, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক হয়ে বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠাতে পারেন প্রবাসীরা। বর্তমানে প্রায় ৯৫টি দেশ থেকে ৮০টির বেশি মানি ট্রান্সফার কোম্পানি হয়ে দেশের ১৫টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হয় এই রেমিট্যান্স।

 

/আরকে/
সম্পর্কিত
স্বজনদের ঈদ আনন্দ বাড়াচ্ছে বিকাশে পাঠানো প্রবাসীদের রেমিট্যান্স
বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের ঋণে ‘পে-লেটার’ সেবা চালু
ক্ষুদ্রঋণে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ ও ডাটাসফটের উদ্যোগ
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী